X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ০৬:৪৫আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৬:৪৬

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক ও রাশিয়া। এছাড়া জেট ইঞ্জিন, জাহাজ, যুদ্ধবিমান ও সাবমেরিনের উন্নয়নেও মস্কোর সঙ্গে কাজ করবে আঙ্কারা। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, বুধবার রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ শহর সোচিতে পুতিনের সঙ্গে তার আন্তরিক ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে তুরস্কে আরও রাশিয়ান পারমাণবিক চুল্লি নির্মাণসহ সম্ভাব্য যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের তীব্র চাপ সত্ত্বেও রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ব্যাচ কেনারও অঙ্গীকার করেন এরদোয়ান। তিনি বলেন, ‘এস-৪০০-এর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এক পা পিছিয়ে যাওয়া বা এমন কিছু করার প্রশ্নই উঠে না।’

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে আলাপকালে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ-ও দুই দেশের মধ্যে আরও সহযোগিতার কথা বলেন। তিনি বলেন, দুই নেতা সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাব্য ধারাবাহিকতা এবং এস-৪০০ ও অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দীর্ঘদিনের সদস্য তুরস্ক। তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটেছে। ক্ষমতায় আসার আগেই এক সাক্ষাৎকারে এরদোয়ানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তুরস্কে এরদোয়ান বিরোধীদের সমর্থন দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এ বছরের গোড়ার দিকে আঙ্কারাকে যুক্তরাষ্ট্রের ‌‘তথাকথিত’ অংশীদার হিসেবে আখ্যায়িত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মূলত আঙ্কারার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতেই বুধবার রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ শহর সোচিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হন এরদোয়ান। সূত্র: ফিনান্সিয়াল টাইমস, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো