X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাটল ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলেন ঢাবির ভর্তিচ্ছুরা

চবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ১০:২৬আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:৩৯

করোনা মহামারি পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে গড়ালো শাটল ট্রেনের চাকা। তবে চবি শিক্ষার্থীদের নিয়ে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের নিয়ে এসেছে ট্রেনটি।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে শাটল ট্রেনে চবি স্টেশনে পৌঁছান ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এর আগে ৮টা ১৫ মিনিটে নয়টি বগি নিয়ে নগরীর বটতলী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্র ও শনিবার দুই দিনে একটি করে শাটলের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৮টা ১৫ মিনিটে একটি গাড়ি ছেড়ে আসবে। আর বেলা ১টা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, ঢাবিতে ভর্তিচ্ছুদের সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে প্রায় ২০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন সংস্থার বিপুল পরিমাণ সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবেন। পরীক্ষার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা যানজটমুক্ত রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ ভবনে ঢাবির ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভর্তিচ্ছু ছাত্রী ও নারী অভিভাবকদের বিশ্রামের জন্য জননেত্রী শেখ হাসিনা হল, প্রীতিলতা হল ও শামসুন্নাহার হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এবার ঢাকার বাইরেও সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। আজ ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। এ ইউনিটে আবেদন করা ১১ হাজার ১৯৪ ভর্তিচ্ছু চবির বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেবেন। এ ছাড়া ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২৮৪৬, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ৩৫৫৫, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ৯৮৮০ এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের প্রায় এক হাজার ভর্তিচ্ছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন।

/এসএইচ/
সম্পর্কিত
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
মঙ্গল শোভাযাত্রা ১৫ মিনিট পেছালো
বর্ষবরণে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া