X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বস্তি দিচ্ছে কুর্তি

নিলুফার দিশা
০২ অক্টোবর ২০২১, ১০:৩০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১০:৩০

ধীরে ধীরে আবারও ফিরে যাচ্ছি স্বাভাবিক জীবনে। খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানও। বাইরে বের হতে হচ্ছে প্রতিনিয়ত। আর এসময় বের হতে গেলে আরামের কথাই মাথায় আসে আগে। আর তাই সামার ফ্রেন্ডলি কুর্তির কদর বলা যায় এখন তুঙ্গে।

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশন থেকে শুরু করে অফিসেও বেশ চলছে পোশাকটি। কারণ কুর্তিতে মিলছে হালের লেটেস্ট ফ্যাশন ও আরাম দুটোই। এ পণ্য নিয়ে জমাটি ব্যবসা চলছে পোশাকের অনলাইন বাজারেও।

মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী জান্নাত ফারহানা পপির মতে, ‘কুর্তিই তার বেশি প্রিয়। কারণ কুর্তিতে বেশ কমফোর্ট বোধ করি। লেটেস্ট সব ডিজাইন পাওয়া যায় এ পোশাকটিতেই। এটা এককথায় ট্রেন্ডি। তারওপর এখন বাইরে যেমন তাপ, তাতে কুর্তি না পরে জো নেই।’

পোশাক: ফালাক, মডেল: দিশা, ছবি: আল সাকিব

আর এ ধরনের ট্রেন্ডি পোশাক নিয়েই অনলাইন মাত করে চলেছেন অনেক নতুন উদ্যোক্তা। কথা হলো দুই বোন ফাইজা আসগর ও ফারাহ আসগরের স্বপ্নের ফ্যাশন হাউস নূর-এ-মাদিনাকে নিয়ে। দুজনই সমানতালে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতিষ্ঠানটি ২০২০ সালে চালু হয় অনলাইনে। বেশ দ্রুত কুড়িয়েছে ৫০ হাজার ফলোয়ার।

ওয়ান পিস ফুল স্টিচ কুর্তি দিয়ে শুরু করা নূর-ই-মদিনার বেস্ট সেলিং পণ্য আজও সেই কুর্তি। তাদের পেইজে ঢুঁ মারলেই দেখা যাবে হরেক ডিজাইন ও রঙের কুর্তি। সবই গরমের কথা ভেবে নিজেদের মতো করে নকশা করেছেন দুই বোন।

কথা হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমেনা খাতুন ময়ার সঙ্গে। তারও পছন্দের তালিকায় কুর্তি রয়েছে সবার আগে। ইউনিভার্সিটির ক্লাস থেকে শুরু করে শপিংমলে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা নিজের শিক্ষার্থীকে পড়াতে যাওয়া—  সব সময়ই কুর্তি মানিয়ে যায়। তিনি জানালেন, কিছুদিন আগে ইউনিভার্সিটির এক প্রেজেন্টেশনের জন্য কুর্তি কিনেছেন।

পোশাক: নূর-এ-মদিনা, মডেল: দিশা, ছবি: আল সাকিব

কথা হয় অনলাইন শপ ফালাক-এর প্রতিষ্ঠাতা সুমাইয়া ইসলাম আগোমনির সঙ্গে। তার মতে, ‘গ্রীষ্ম আসে হালকা, সহজ, ও প্রশান্তির রঙ নিয়ে। তাই এমন কিছু বেছে নেওয়া ভালো যা চোখের জন্য আরামদায়ক। এসব মাথায় রেখেই কুর্তি ডিজাইন করা হয়। গরমের সময় তুলা ও জর্জেট, লং শার্ট এসব চলে ভালো। এমনিতে কুর্তি আমার প্রথম প্রোডাক্ট লাইন। কারণ তরুণীদের দেখছিলাম ট্রেন্ডি ও আরামদায়ক কিছু খুঁজতে।’

কুর্তি কেন পছন্দের শীর্ষে জানতে চাইলে রাজধানীর একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত নাহিদা আখতার জানালেন, ‘শাড়ি পরাটা এখন ঝক্কি। আবার গরমের কারণে ফরমাল পোশাকটাও সবসময় পরা যায় না। আর আজকাল ম্যাচিং করে থ্রিপিস পরতে গেলেও দেখা যায় সময় নষ্ট হয় বেশি। যারা একটু ব্যস্ত থাকে, তাদের জন্য কুর্তিই সেরা। এটা এক কথায় অল-ইন-ওয়ান’।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া