X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
শুভ জন্মদিন নগর বাউল

জেমসের হাত ধরে যেভাবে শুরু হয়েছিল সুমনের

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৫:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:০৫

বেজবাবা হিসেবেই সবাই চেনেন অর্থহীন ব্যান্ডের প্রধান সাইদুস খালেদ সুমনকে। তবে তার পেশাদার সংগীতের শুরুটা হয়েছে একেবারে কিশোর বয়সে। যখন তিনি পুরোপুরিভাবে স্কুলের গণ্ডি পেরোননি। 

আর এই শুরুটা ফারুক মাহফুজ আনাম জেমস বা নগরবাউল জেমসের হাত ধরে। তবে অর্থহীন বা নগরবাউল নয়, তাদের পরিচয় ফিলিংস ব্যান্ডের মাধ্যমে। 

আর সেই কথাটাই আজ (২ অক্টোবর) জেমসের জন্মদিনে সবাইকে জানালেন সুমন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করলেন জেমসের প্রতি। 

সুমন জানান, ‌‘‘আমি তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার এক বন্ধু ইমন একদিন আমাকে জেমস ভাইয়ের বাসায় নিয়ে গেল। আমার নাকি সেখানে তাদের সাথে জ্যাম করতে হবে। আমার নিজের কোনও বেজ গিটার ছিলো না। বন্ধুর কাছ থেকে একটা বেজ নিয়ে অনেক নার্ভাস অবস্থায় গেলাম জেমস ভাইয়ের বাসায়। সেখানে জেমস ভাইসহ ‘ফিলিংস’ ব্যান্ডের সবাই প্র্যাকটিস করছিল। শুধু কোনও বেজিস্ট ছিল না। আমাকে জেমস ভাই বললেন, ‘বেজ ধরো’। আমি ভয়ংকর নার্ভাস অবস্থায় তাদের সাথে বাজানো শুরু করলাম। বেশ কিছুক্ষণ জ্যাম আর আড্ডা দেওয়ার পর আমি অনেকটা স্বাভাবিক অবস্থায় আসলাম। নেক্সট কবে আবার প্র্যাকটিসে আসতে হবে সেটা আমাকে জানিয়ে দিলেন।’’

বিশ্বজুড়ে দুষ্টু ছেলের দল, জেমসের বার্তা

ফিলিংসে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘‘সেদিন আমি বের হয়ে যাবার সময় জেমস ভাই বললেন, ‘ওয়েলকাম টু ফিলিংস’! আমার সে সময়ের অনুভূতিটা লিখে বোঝানো সম্ভব না। একটা ছেলে যে কিনা এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য বসে আছে, বুকে অনেক স্বপ্ন, একদিন এরকম একটা ব্যান্ড বানাবো যেই ব্যান্ডকে দেশের মানুষজন চিনবে, তাকে জেমস ভাই বলছেন, ‘ওয়েলকাম টু ফিলিংস’! টিনেজার একটা ছেলের, যার নিজের কোনও বেজ গিটার নেই, তার ফিলিংস এর মতো একটা মেনস্ট্রিম ব্যান্ড-এ জয়েন করাটা চিন্তা করতে পারেন? অনেক অনেক বছর আগে জেমস ভাই কিন্তু ঠিকই ব্যাপারটা খুব সহজভাবেই চিন্তা করেছিলো। আমাকে মেনস্ট্রিমে বেজিস্ট হিসেবে খুব সহজে জায়গা করে দেওয়ার পেছনে এই মানুষটার অবদান অনেক।’’

বিদেশের মাটিতে সুমন ও জেমস

ছোটবেলা থেকেই বেজ গিটারে প্রতিভার স্বাক্ষর রাখা সুমনে পথচলাকে মসৃণ করে দিয়েছিলেন জেমস। একক ক্যারিয়ার শুরুর আগে ফিলিংস ও ওয়ারফেইজ ব্যান্ডে বেজিস্ট হিসেবে কাজ করেন সুমন। এরপর ১৯৯৩ সালে ফিলিংস ছেড়ে ‘সুমন ও অর্থহীন’ শুরু করেন।

এদিকে, আজ (২ অক্টোবর) ৫৭ বছর পূর্ণ করে ৫৮ বসন্তে পা রাখলেন কিংবদন্তি ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। দিনটিকে উদযাপন করতে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা। জেমস ভক্তদের ফেসবুক গ্রুপ ‘দুষ্টু ছেলের দল’ থেকে পাওয়া যাচ্ছে তার প্রতিধ্বনি। মিলাদ, কেক কাটা, ছিন্নমূলদের খাওয়ানো, গানের আয়োজন, রক্তদান কর্মসূচিসহ- হরেক রকমের আয়োজন।

এবারের জন্মদিনকে ঘিরে বাংলা ট্রিবিউনের মাধ্যমে ভক্ত তথা তার প্রিয় দুষ্টু ছেলেদের জন্য একটি বার্তা পাঠালেন জেমস। বললেন এভাবে, ‘যতোদিন তোমরা আছো, ততোদিন আমি আছি।’

/এম/এমএম/
সম্পর্কিত
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
কোক স্টুডিও বাংলা কনসার্টে ‘জেমস’ বাণিজ্য!
কোক স্টুডিও বাংলা কনসার্টে ‘জেমস’ বাণিজ্য!
ভালোবাসো, ভালোবেসে যাও: জেমস
শুভ জন্মদিনজেমস: গানের জন্য ঘর ছেড়েছেন, ঘরের জন্য বলিউড!
‘ম্যাভরিক’-এর শুভেচ্ছাদূত হলেন বেজবাবা সুমন
‘ম্যাভরিক’-এর শুভেচ্ছাদূত হলেন বেজবাবা সুমন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…