X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১৯৭৩ সালেও দ্বিতীয়বারের মতো জাতিসংঘভুক্তিতে চীনের আপত্তি

উদিসা ইসলাম
০৩ অক্টোবর ২০২১, ০৮:০০আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৩ অক্টোবরের ঘটনা।)

 

১৯৭২-এর পর ১৯৭৩ সালেও বাংলাদেশের জাতিসংঘভুক্তির বিরোধিতা করে চীন। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ হুবহু বাস্তবায়নের আগে বিবেচনা করা যায় না। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী চিয়াও কুয়ান হুয়া জাতিসংঘে একথা বলেন।

সাধারণ পরিষদের ভাষণে ১৯৭১ সালের যুদ্ধে সৃষ্ট সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে সাম্প্রতিক দিল্লিচুক্তিকেও তিনি স্বাগত জানান। তিনি অভিযোগ করেন, সোভিয়েত ইউনিয়ন অতীতের আবর্জনার স্তূপ থেকে এশিয়ার জন্য যৌথ নিরাপত্তা ব্যবস্থা বেছে নিয়েছে। এ ব্যাপারে ১৯৫৪ সালে ইন্দোচীন যুদ্ধের পর দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা গঠনের তাৎপর্যের বিষয়ে উল্লেখ করেন চিয়াও।

দৈনিক বাংলা, ৪ অক্টোবর ১৯৭৩

চিয়াও বলেন, এটা বোঝা মুশকিল- কেন সোভিয়েত ইউনিয়ন এশিয়ার যৌথ নিরাপত্তার ব্যাপারে এত উদ্বিগ্ন। তিনি বলেন, সোভিয়েত যদি আন্তর্জাতিক ক্ষেত্রে সত্যিকার অর্থে উত্তেজনা প্রশমনে উদ্যোগী হয়ে থাকে তবে চেকোস্লোভিয়া ও মঙ্গোলীয় গণপ্রজাতন্ত্র হতে সেনাবাহিনী প্রত্যাহার করে অথবা জাপানকে উত্তর দিকের চারটি দ্বীপ প্রদান করে আন্তরিকতা প্রমাণ করা উচিত।

কুয়ান হুয়া বলেন, সোভিয়েত ইউনিয়ন যদি সত্যিকার অর্থে উন্নয়নশীল দেশসমূহের বন্ধু হয়ে থাকে তা হলে তাদের খোলাখুলিভাবে ঘোষণা করা উচিৎ যে বিদেশি হামলা প্রতিহত করতে তারা বিনামূল্যে সামরিক সাহায্য প্রদান করবে। সামরিক বাজেট শতকরা ৮০ ভাগ করার সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তিনি। চিয়াও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রীর সময় থেকে এই প্রস্তাব চলে আসছে।

 

মৈত্রী সমিতির সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধু দেশব্যাপী বাংলাদেশ মৈত্রী সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন। ১৯৭৩ সালের এদিন বাংলাদেশ সোভিয়েত মৈত্রী সমিতির সভানেত্রী বেগম সুফিয়া কামাল ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে বঙ্গবন্ধু এই আশাবাদ ব্যক্ত করেন। সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

১৯৭৩ সালেও দ্বিতীয়বারের মতো জাতিসংঘভুক্তিতে চীনের আপত্তি

১৪ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

এদিন বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। প্রতিমন্ত্রীদের মধ্যে জাতীয় সংসদের ১৫ জন সদস্যের মধ্যে থেকে দুজন নারীকে রাখা হয়। তারা হচ্ছেন বদরুন্নেসা আহমেদ এবং নূরজাহান মুরশিদ। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম নারী সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলো।

দুই নারীমন্ত্রী ছাড়া বাকিরা হচ্ছেন আব্দুল মোমেন, আব্দুল মোমিন তালুকদার, দেওয়ান ফরিদ গাজী, অধ্যাপক নূরুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তাহের উদ্দিন ঠাকুর, মোসলেম উদ্দিন খান, নজরুল ইসলাম মঞ্জু, ওবায়দুর রহমান, শাহজাদা আব্দুল মালেক খান, ক্ষিতীশ চন্দ্র মন্ডল ও রিয়াজ উদ্দিন আহমেদ। এদিকে শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রীরা বঙ্গভবন থেকে সরাসরি পিজি হাসপাতালের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যান। জিল্লুর রহমান জন্ডিসে আক্রান্ত হয়ে সেসময় হাসপাতালে ভর্তি ছিলেন।

/এফএ/
সম্পর্কিত
বঙ্গবন্ধু গোল্ডকাপ গিনেস বুকে ওঠানোর উদ্যোগ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান