X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘রাস্তায় এমপির গাড়ি দেখলে পুড়িয়ে দেবেন, দায় আমার’ 

নাটোর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৭:৩২

নাটোরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় উপজেলা চেয়ারম্যান এমপির গাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২ অক্টোবর) রাতে চান্দাই ইউনিয়নের ২ নম্বর দিয়ার গাড়ফা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন মোল্লা বড়াইগ্রাম থানায় জিডি করেছেন। 

স্থানীয়রা জানান, বড়াইগ্রামের পাঁচ ইউনিয়নের নির্বাচনকে ঘিরে স্থানীয় এমপি (বড়াইগ্রাম-গুরুদাসপুর) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর দুটি পক্ষ সক্রিয় আছে। 

এই দুই পক্ষের দ্বন্দ্বের ধারাবাহিকতায় নির্বাচনি প্রচারণায় উপজেলা চেয়ারম্যান স্থানীয় এমপির গাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। 

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে চান্দাই ইউনিয়নের ২ নম্বর দিয়ার গাড়ফা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন মোল্লা বড়াইগ্রাম থানায় ওই জিডি করেছেন।

জিডিতে তিনি অভিযোগ করেন, ‘গত ৩০ সেপ্টেম্বর দিয়ার গাড়ফা গ্রামে জিন্নাহ ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, প্রতীক বরাদ্দের পর স্থানীয় রাস্তায় এমপি কুদ্দুসের গাড়ি দেখলেই পুড়িয়ে দেবেন, এর দায়দায়িত্ব আমার।’  

এদিকে এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনলাইন ও অফলাইনে চলছে সমালোচনার ঝড়।



/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!