X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উপহারের ঘর পাইয়ে দেওয়ার নামে চাঁদাবাজি, প্রতারকের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১৯:১৯আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৯:১৯

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয়দের কাছ থেকে দুই হাজার টাকা করে আদায়কালে আবদুর রহমান (৫০) নামের এক প্রতারক ধরা পড়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট থেকে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের সাজা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুর রহমান নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত আবদুল কাদের ছেলে। তিনি আজ দুপুরে কুন্দারহাট এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে দুই হাজার টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। গ্রামবাসীদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সদুত্তর দিতে না পারায় তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশকে জানায়। তখন পুলিশ এসে প্রতারক আবদুর রহমানকে আটক করে।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি টাউট আইন ১৮৭৯ এর ৬ ধারায় অন্তর্ভুক্ত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের আদালত ১৫ দিনের কারাদণ্ড দেন।

আদালত জানান, আব্দুর রহমান প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও একটি বাড়ি একটি খামারের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে টাকা তুলেছেন। এ কথা তিনি স্বীকার করেছেন। তাই তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি