X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জবির মাঠ রক্ষায় প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ 

জবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ২০:৪৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:৪৮

পুরান ঢাকার গেন্ডারিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার জায়গা ধূপখোলা মাঠে সিটি করপোরেশনের মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধূপখোলা মাঠ সংলগ্ন সড়কে সমবেত হন সংগঠনটির সদস্যরা।

শাখা ছাত্রফ্রন্টের সহ-সভাপতি সুমাইয়া সোমার সভাপতিত্বে ও শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকাবাসী, জবির সাবেক-বর্তমান শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ।

কবি নজরুল ইসলাম সরকারি কলেজের শিক্ষার্থী শামীম হোসেন বলেন, আমাদের কলেজের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠটি আমাদের কলেজের শিক্ষার্থীরা এবং আশপাশের শিশুরা ব্যবহার করতো। কিন্তু সিটি করপোরেশন সেটি দখল করে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা অবিলম্বে এই মাঠটি উদ্ধারের দাবি জানাই।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পুরান ঢাকায় ভোট ছাড়া আসেন না, তিনি যদি পুরান ঢাকাকে ধানমন্ডি বানাতে চান, এখানকার জীবনমান উন্নয়নের নামে নাভিশ্বাস করতে চান, এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে থেকে এখানকার স্থানীয়রা নায্যমূল্যে জিনিসপত্র কিনতে পারে সেখানে সুপারশপ স্থাপন করে মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর যুক্ত করতে চান, তাহলে মেয়রকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে হল উদ্ধার আন্দোলনের সময় দেখিয়েছে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে অধিকার বুঝে নিতে হয়। আমাদের জায়গা কীভাবে বুঝে নিতে হবে সেটি আমরা জানি। আমাদের মাঠে যদি সিটি করপোরেশন কাজ চালিয়ে যেতে থাকে তাহলে তার জবাব শিক্ষার্থীরা দেবে। ক্যাম্পাস বন্ধ এবং শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় সিটি করপোরেশন এই কাজ করতে পারছে। কিন্তু ক্যাম্পাস যদি খোলা থাকতো তাহলে তারা এই সাহস দেখাতে পারতো না।

/এএম/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
জবিতে পরীক্ষা বন্ধ, ক্লাস অনলাইনে
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ