X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকার বাইরেও ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৫:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:৪৭

ঢাকার বাইরে বিভাগীয় শহর, জেলা ও পৌরসভা এলাকায় ফাইজারের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে জাতিসংঘের কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ইউএসএআইডি'র মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিজি খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর, জেলা ও পৌরসভা এলাকায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই দেওয়া হবে।

টিকা সংরক্ষণে পর্যাপ্ত সক্ষমতা আছে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে, সেখানেই আমরা দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের রয়েছে। যেভাবে টিকা আসছে তাতে সংরক্ষণে কোনো সমস্যা হবে না। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণে আমরা ২৬টি আল্ট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও টিকা আসবে।

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন,  ১৮ বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। শিশুদের টিকা দেওয়ার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখনই তাদের টিকা দেওয়া হচ্ছে না। এমনকি সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে ২৫ লাখ ডোজ ফাইজারের প্রথম শিপমেন্ট ঢাকায় এসে পৌঁছেছে। দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছাবে আজ বিকালে এবং রাতে তৃতীয় শিপমেন্টে বাকি ফাইজারের টিকা আসার কথা রয়েছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
কোভিড টিকা নিয়ে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
৬ মাসের শিশুদের জন্যও করোনার টিকা আনছে ফাইজার
ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার-মডার্নার বুস্টার ডোজ ৯০ শতাংশ কার্যকর: গবেষণা
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি