X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফরাসি যাজকদের নিপীড়নের শিকার ২ লাখেরও বেশি শিশু

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ১৮:৩১আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৩২

স্বাধীন এক তদন্তে দেখা গেছে, ১৯৫০ সাল থেকে ফ্রান্সের ক্যাথোলিক যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে প্রায় ২ লাখ ১৬ হাজার শিশু। এতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে চার্চ সংশ্লিষ্ট অন্যান্যদের নিপীড়নের হিসেব ধরলে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার হয়ে যেতে পারে। তদন্ত কমিশনের প্রধান জেন মার্ক সউভি বলেন, এই সংখ্যা অসহনীয়। ফরাসি চার্চ কর্তৃপক্ষ এই ঘটনায় লজ্জা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছে।

ওই প্রতিবেদনকে ফ্রান্সের ইতিহাসের টার্নিং পয়েন্ট আখ্যা দিয়েছেন এক আক্রান্ত। তিনি বলেছেন, ক্যাথোলিক চার্চের কার্যক্রম পুনর্মূল্যায়নের সময় চলে এসেছে। নতুন এই প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে রোমান ক্যাথোলিক চার্চে যৌন নিপীড়ন কেলেঙ্কারির নতুন ঘটনা সামনে এলো।

২০১৮ সালে ফরাসি ক্যাথোলিক চার্চ তদন্ত কমিশনটি গঠন করে। প্রায় আড়াই বছর ধরে আদালত, পুলিশ, চার্চ রেকর্ড খতিয়ে দেখার পাশাপাশি আক্রান্ত ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। কমিশনের প্রধান এবং সিনিয়র সরকারি কর্মকর্তা জেন মার্ক সউভি বলেন, ২০০০ সালের আগ পর্যন্ত ক্যাথোলিক চার্চ আক্রান্তদের প্রতি অসামান্য এমনকি নিষ্ঠুর উদাসীনতা দেখিয়েছে।

কমিশনটি মোট এক লাখ ১৫ হাজার যাজক এবং অন্যান্য পাদ্রীর মধ্যে  ২ হাজার নয়শ’ থেকে তিন হাজার দুইশ’ নিপীড়কের প্রমাণ পেয়েছে। প্রায় আড়াই হাজার পাতার প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত শিশুদের একটি বিশাল বড় অংশ ছিলো ছেলে শিশু। তদন্তে দেখা গেছে, অন্তত ৬০ শতাংশ আক্রান্ত তাদের জীবনের পরবর্তী পর্যায়ে নানা বিশৃঙ্খলার মধ্য দিয়ে গেছেন।

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা