X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাপানে নতুন ভাইরাস শনাক্ত, কীটের কামড়ে ছড়ায় মানুষের দেহে

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ২১:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৫৫

এতোদিন অপরিচিত থাকা নতুন একটি ভাইরাস শনাক্ত করেছেন জাপানের গবেষকেরা। এটি মানুষকে সংক্রমিত এবং অসুস্থ করতে সক্ষম।

নতুন এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে ইয়েজো ভাইরাস। এটি রক্তচোষা কীটের কামড় থেকে সংক্রমিত হয়। আর এর কারণে যে রোগ সৃষ্টি হয় তাতে জ্বর, রক্তের প্লাটিলেট এবং শ্বেত কণিকা কমে যায়।

২০১৯ সালে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে ইয়েজো ভাইরাস আবিষ্কৃত হয়। ওই ব্যক্তি হোকাইদো জঙ্গলে হাঁটার পর রক্তচোষা কীটের কামড়ে আক্রান্ত হন। পরে তিনি জ্বর ও পায়ে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে ওই সময় যাবতীয় রক্তচোষা কীটের কামড় থেকে সৃষ্ট রোগ পরীক্ষায় নেগেটিভ ফল আসে তার। পরের বছর আরও এক রোগী একই লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনিও একই কীটের কামড়ে আক্রান্ত হন।

হোকাইদো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ওই দুই রোগীর রক্তের নমুনার জেনেটিক্যাল বিশ্লেষণ করে নতুন ভাইরাসটি আবিষ্কার করেন। পরে গবেষক দলটি ২০১৪ সাল থেকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করতে শুরু করে। এতে আরও পাঁচ রোগীর শরীরে ভাইরাসটি পাওয়া যায়। ইয়েজো ভাইরাসে এসব রোগীরাও জ্বর, প্লাটিলেট এবং শ্বেত কণিকা কমে যাওয়ার সমস্যায় ভুগেছিলেন।

হোকাইদো বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে গবেষক দলের প্রধান কেইতা মাতসুনো বলেন, ‘জাপানে ২০১৪ সাল থেকে নতুন এই ভাইরাসে অন্তত সাত জন আক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনও মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’

গবেষণাটি ন্যাচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে। এরপরও ভাইরাসটির উৎস অনুসন্ধান অব্যাহত রাখা হয়েছে।

সূত্র: নিউজ উইক

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক