X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে শিক্ষা অনন্য উচ্চতায় যাবে: নওফেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ০৯:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:১৪

শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিক্ষা অনন্য উচ্চতায় যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মুজিব শতবর্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)আয়োজিত ‘মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা ২০২১’ উপলক্ষে মঙ্গলবার (৫ অক্টোবর) ‘শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষক, ছাত্র ও সকল নাগরিকদের জন্য উদ্ভাবনী আইডিয়া শেয়ার করার মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ সৃষ্টি করেছে এ প্রতিযোগিতা। শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিক্ষা অনন্য উচ্চতায় পৌঁছাবে।

ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মোহাম্মাদিয়া গ্রুপ ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ড. রুবানা হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে শিক্ষা অনন্য উচ্চতায় যাবে: নওফেল

সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা’র চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অ্যান্ড বিয়ন্ডের টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. এম. শামীম কায়সার।

আলোচনা সভায় অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম জানান, ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিলো - আইডিয়া প্রতিযোগিতা ইন্ড্রাস্টি ও অ্যাকাডেমিয়াদের মধ্যে সেই দূরত্বকে দূর করে সহযোগিতার পরিবেশ তৈরি করবে।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও উপস্থিত সবাইকে শিল্পসহযোগিতা ও উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেমকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগানোর আহবান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, মুজিব শতবর্ষ-আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের মোট আর্থিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী