X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিলের খবর নিতে যাওয়া ঠিকাদারকে জেলা পরিষদে মারধরের অভিযোগ

খুলনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৯:২২আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৯:২২

‘বিলের খবর নিতে গিয়ে’ খুলনা জেলা পরিষদে মফিজুল ইসলাম নামের এক ঠিকাদার হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা পরিষদ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ঠিকাদার মফিজ খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মফিজুল ইসলাম জানান, করোনাকালে তিনি টেন্ডার পেয়ে ৫০ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার ও মাস্ক) সরবরাহ করেন। এর বিল এখনও পাননি তিনি। বিলের বিষয়ে খবর নিতে বুধবার জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের দফতরে যান। ঠিকাদার মোহাম্মদ আলীও তার সঙ্গে ছিলেন। এ সময় প্রশাসনিক কর্মকর্তার কক্ষে তার ঘনিষ্ঠ সহচর সুজন বসা ছিলেন। বিলের বিষয়ে কথা শুরু করতেই প্রশাসনিক কর্মকর্তা ও সুজন ক্ষিপ্ত হন।

ঠিকাদারের অভিযোগ, ‘অবস্থা বেগতিক দেখে আমরা কক্ষ থেকে বের হয়ে আসি। রুমের বাইরে এলে সুজনও বাইরে আসে এবং চড় কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় সুজনের হাতে থাকা ভারি ধাতব বস্তু দিয়ে কপালে সজোরে আঘাত করেন। এতে আমার কপাল ফেটে যায়। সেখানে চারটি সেলাই লেগেছে।’

সঙ্গে থাকা ঠিকাদার মোহাম্মদ আলীর অভিযোগ, ‘সুজন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবের সঙ্গে ছায়ার মতো লেগে থেকে এবং অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করে। আমরা বিল নিয়ে কথা বলতে গেলে সে পাশ থেকে ধমকাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে আমরা মাহবুবের রুম থেকে বের হলে রুমের সামনেই মারধর করা হয়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল বলেন, ‘বিষয়টি শুনেছি। জেলা পরিষদ চেয়ারম্যান এলে আলোচনা করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান বলেন, ‘ঠিকাদাররা আলাদা আলাদাভাবে আসার পর সবাই একত্রিত হয়। এরপর তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনার সঙ্গে জেলা পরিষদের কোনও সম্পৃক্ততা নেই। আর করোনাকালে যে টেন্ডারের কথা বলা হচ্ছে- তা মফিজ ঠিকাদার পাননি। পেয়েছেন অন্য ঠিকাদার। ওই টেন্ডার ইতোপূর্বেই বাতিল করা হয়েছে। টেন্ডারটি নতুন করে আহ্বানে প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার সৃষ্ট ঘটনাটি ঠিকাদারদের অভ্যন্তরীণ বিষয়। আমার ঘনিষ্ঠ হিসেবে যে সুজনের কথা বলা হচ্ছে, সে আমার একান্ত কেউ নয়। সেও একজন ঠিকাদার।’

/এফআর/
সম্পর্কিত
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
বন্য শূকরের আক্রমণে নারীসহ ৫ কৃষক আহত
সিলিন্ডার লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ সদস্য
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!