X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুর থেকে কক্সবাজার রুটে উড়লো বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৪:৫৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫:০১

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দরে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এরপর দুপুর ১২টায় উড়ে যায় কক্সবাজারগামী ফ্লাইট বিজি-৫৯২।

সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করায় বিমানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান রেলমন্ত্রী। তিনি বলেন, ‘ফ্লাইটটি চালু হওয়ায় বৃহত্তর রংপুর বিভাগের আট জেলার পর্যটকরা সহজে কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।’

আগামীতে আরও বেশিসংখ্যক মানুষের কক্সবাজার ভ্রমণের বিষয়টি মাথায় রেখে সপ্তাহে একটির বেশি ফ্লাইট দেওয়ার অনুরোধ জানিয়েছেন রেলমন্ত্রী। 

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উল্লেখ করেন, উত্তরবঙ্গবাসী চাইলে প্রতিদিন এই রুটে একটি করে ফ্লাইট রাখা হবে। তার কথায়, ‘সৈয়দপুর হলো উত্তরবঙ্গের গেটওয়ে। এসব এলাকার মানুষ যাতে চিত্তবিনোদনের জন্য সরাসরি কক্সবাজার যেতে পারেন সেজন্য আমরা ফ্লাইটটি চালু করেছি।’

সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইটের উদ্বোধনী আয়োজনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

মো. মাহবুব আলীর ভাষ্য, ‘করোনাকালে পৃথিবীর বহু দেশে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, এমন পরিস্থিতিতে দেশবাসীর জন্য নতুন নতুন রুট খুলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আমার অনুরোধ আপনারা সবাই বিমানে ভ্রমণ করুন, বিমানের সঙ্গে থাকুন।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রাবেয়া আলীম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়