X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেপালে গিয়ে লাভের চেয়ে লোকসানই বেশি হলো তামিমের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৫:৫১আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫:৫১

ইনজুরি থেকে সেরে নিজেকে ফিরে পাওয়ার মিশনে নেপালের এভারেস্ট লিগে খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। বেশ কিছু ম্যাচ খেললেও মনের মতো পারফরম্যান্স তো করতেই পারেনইনি, উল্টো চোট সঙ্গী করে দেশে ফিরেছেন। বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে তামিমের। পুরোপুরি সুস্থ হতে তিন সপ্তাহের মতো লাগবে।

নেপালে গিয়েছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ হিসেবে নিজেকে ফিরে পেতে। কিন্তু সেই পরিকল্পনা আর সফল হলো কই! পাঁচ ম্যাচের চার ইনিংসের একটিতে কেবল ৪০ রান করতে পেরেছেন। চার ম্যাচে তামিমের রান যথাক্রমে ছিল ১২, ১৪, ৪০ ও ৯! রান তো পেলেনই না, উল্টো ইনজুরিতে পড়ে দেশে ফিরতে আসতে হলো তাকে।

‘লোকসান’ শুধু এখানেই নয়। বিশ্বকাপের পর মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তামিম চেয়েছিলেন জাতীয় লিগ খেলে পাকিস্তান সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে। কিন্তু তিন সপ্তাহের ইনজুরিতে জাতীয় লিগেও হয়তো খেলা হবে না বাঁহাতি ওপেনারের। আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা জাতীয় লিগ।

চোট যেন পিছুই ছাড়ছে না তামিমের। চোটের কারণে খেলতে পারেননি জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। যে কারণে বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন। এখন আবার নেপাল থেকে ফিরলেন আঙুলে চিড় নিয়ে। দেশে ফিরে বনানীর এক হাসপাতালে আঙুলের স্ক্যান করিয়েছেন তামিম। তাতে চিড় ধরা পড়েছে।

চোট নিয়ে তামিম বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালের ফ্লাইটে দেশে ফিরেছি। শেষ ম্যাচে বাঁ হাতের আঙুলে ভালোই আঘাত লেগেছে। অনেকটাই ফুলে গেছে। সাবধানতার জন্য মনে হয়েছে না খেলাটাই ভালো হবে।’

বুধবার ইপিএলের এলিমিনেটর রাউন্ডে কাঠমান্ডু কিংসের বিপক্ষে খেলতে নেমে আঙুলে চোট পান ভৈরহাওয়ার হয়ে খেলা তামিম। প্রতিপক্ষ পেসার জিতেন্দ্র মুখিয়ার একটি বল তার বাঁ হাতের বুড়ো আঙুলে লাগে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য খেলা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরের ওভারে আউট হয়ে যান। ব্যথা নিয়ে ড্রেসিং রুমে ফেরার পর দেখেন আঙুল ফুলে গেছে অনেকটাই।

নেপাল থেকে ফেরার পর জাতীয় লিগে খেলার কথা ছিল তামিমের। অন্তত তিনটি রাউন্ড খেলে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে চেয়েছিলেন। কিন্তু নতুন চোট পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ালো।

/আরআই/কেআর/
সম্পর্কিত
হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম ইকবাল
তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়
অনেক কিছু ঠিক হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম!
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়