X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‌‘আধুনিক চিকিৎসায় বিনিয়োগ করবে পুলিশ কল্যাণ ট্রাস্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৫:৫৪আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৬:০১

আধুনিক চিকিৎসার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়নে ৫০ ভাগ বিদেশি এক্সপার্ট প্রয়োজন।

দেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকলে মানুষ অন্যদেশে যাবে না। চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যাওয়ায় বিপুল পরিমাণ মেডিক্যাল ট্যুরিজমের মাধ্যমে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। আধুনিক চিকিৎসা হলে দেশের টাকা দেশেই থাকবে। আধুনিক হাসপাতাল তৈরিতে সম্ভব হলে পুলিশ কল্যাণ ট্রাস্ট বিনিয়োগ করবে।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র (ওয়েসিস) এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা চিকিৎসার জন্য ব্যাংকক-সিঙ্গাপুর-মালয়েশিয়া যাই। আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে গড়ে তোলা যেতে পারে। এর জন্য বেস্ট ইকুইপমেন্ট জোগাড় করা কঠিন ব্যাপার নয়। সমস্যা হয় বেস্ট পারসন জোগাড় করা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও মহাপরিচালক মহোদয় যদি ৫০ ভাগ বিদেশি এক্সপার্ট জোগাড় করতে পারেন তবেই হবে।’

তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের মধ্যে কিডনিজনিত, হার্ট ও ক্যানসারে আক্রান্ত রোগী রয়েছে। ক্যানসার চিকিৎসা অনেক ব্যয়বহুল, সেজন্য আমরা রাজারবাগ হাসপাতালে একটি ক্যানসার ইউনিট করতে চাই।’

পুলিশ প্রধান বলেন, ‘মাদকে যারা আসক্ত হয়, তাদের পরিবারের যে দুর্দশা হয় তা দেখার দুর্ভাগ্য হয়েছে অনেকবার। এই সমাজের অনেক সম্মানীয় ব্যক্তির গোপন কান্না দেখতে হয়েছে আমাদের। সেগুলো ছিল এত কষ্টের যা কারও সঙ্গে শেয়ার করতে পারছিলেন না। কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এনজিও সংস্থাসহ মাদক নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন দেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখ, আবার অনেকে বলছেন এক কোটি ছাড়িয়ে গেছে। ২০১৮ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক পরিসংখ্যান বলেছিল ৩৬ লাখ। এই মাদকাসক্তদের চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারিভাবে প্রচলিত চিকিৎসা কেন্দ্রগুলোতে ৭ হাজার বেড দিয়ে আমরা কীভাবে চিকিৎসা করবো।’

বেনজীর আহমেদ বলেন, ‘কোনও মাদকই কিন্তু দেশে তৈরি হয় না। ফেনসিডিল, ইয়াবা প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে ঢোকে। আইসও প্রতিবেশী দেশ থেকে ঢোকে। পশ্চিমাদেশগুলো থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের দেশে আসে। মাদক নিয়ন্ত্রণে বা প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আরও অনেকেই কাজ করে যাচ্ছে। ডিমান্ড থাকলে কোনও না কোনোভাবে সাপ্লাই হবেই। মাদকসেবীদের সংখ্যার ওপর তার সাপ্লাই ডিপেন্ড করে। ডিমান্ড কাট করতে হলে মাদকাসক্তদের পুনর্বাসন করতে হবে।’

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
পুলিশের অসুস্থ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
ঈদে নৌযাত্রা নিরাপদ করতে কাজ করছে নৌ পুলিশ: আইজিপি
কুকি চিনকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: আইজিপি
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা