X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গৃহকর্মীকে ক্ষতিপূরণ: পদক্ষেপ জানতে চেয়ে মানবাধিকার কমিশনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৭:১৬আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৭:১৬

নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে একটি  আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সচিবকে এ নোটিশ প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্যারিস্টার মো. আব্দুল হালিম এ নোটিশ প্রেরণ করেন।

এর আগে ২০১৩ সালে রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয় জাতীয় মানবাধিকার কমিশনকে। এরপর পাঁচ বছর কেটে গেলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় ২০১৮ সালের ২২ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়।

২০২০ সালের ২৩ জুন ওই রিটের রায়ে খাদিজাকে নির্যাতনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ও সংস্থাটিকে কয়েকটি নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

এরপর প্রায় ১ বছর সময় অতিবাহিত হতে চললেও খাদিজাকে নির্যাতনের ঘটনায় তার পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কিনা এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কি জবাব দিয়েছে, তা জানা সম্ভব হয়নি। মানবাধিকার কমিশন এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে নোটিশে জানানো হয়েছে।

তাই এই আইনি নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে মানবাধিকার কমিশনকে সুপারিশ বাস্তবায়ন করে থাকলে তা জানাতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা