X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ধারের টাকা না দেওয়ায় ছাত্রলীগ নেতার কারাদণ্ড, জরিমানা ২০ লাখ

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৮:১৯আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮:২৭

বন্ধুত্বের সম্পর্কের সূত্রে ধার দিয়েছিলেন ২৪ লাখ টাকা। এর মধ্যে ছয় লাখ টাকা অস্বীকার করে ভুক্তভোগীকে ১৮ লাখ টাকার চেক দেন। অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে ভুক্তভোগী কামরুল ইসলাম চাঁন মিয়া আদালতে চেক জালিয়াতির মামলা করলে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওই মামলার রায়ে ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন ও রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আরফান আলীর ছেলে কামরুল ইসলাম চাঁন মিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কারণেই মামুনকে ২৪ লাখ টাকা ধার দিয়েছিলেন কামরুল। টাকাগুলো ফেরত দেওয়ার কথা ছিল দুই-এক মাসের মধ্যেই। কালক্ষেপণ করায় স্থানীয় দেন-দরবারে ২৪ টাকার মধ্যে মামুনের মায়ের হাতে দেওয়া ছয় লাখ টাকার বিষয়টি অস্বীকার করেন। পরে কামরুলকে ভালুকা ন্যাশনাল ব্যাংক শাখার অধীনে ১৮ লাখ টাকার চেক দেন। তুলতে ব্যাংকে গেলে মামুনের সেই অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এতে ভুক্তভোগী কামরুল ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন।

মামলা চলাকালে জালিয়াতির বিষয়টি অস্বীকার করে স্বাক্ষর ভুয়া দাবি করে এক্সপার্টের আবেদন করলে টেস্টে হাতের লেখায় তার স্বাক্ষরের মিল পান আদালত। পরে ছাত্রলীগ সভাপতি মামুন নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধের সময় চেয়ে নেন। গড়িমসি করে আদালতের তারিখ পরিবর্তন করে দীর্ঘ সময় অতিবাহিত করেন। এরই মধ্যে ভালুকা তিতাস গ্যাসের অস্থায়ী পেট্রোলম্যান ভুক্তভোগী ওই কামরুল ইসলাম মামলার পেছনে দৌড়ঝাঁপ করতে করতে চাকরি হারান।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ ওই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে ওই বিচারিক বেঞ্চ ময়মনসিংহের মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বাদী কামরুল জানান, আসামিকে টাকা দিয়ে তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় পাঁচ বছর ধরে এই মামলা চালাতে গিয়ে তার অনেক টাকা খরচ হয়েছে। এখন আদালতের মাধ্যমে তার প্রাপ্য টাকা ফেরত পাবেন, এতে করে তিনি অনেক খুশি।

/এফআর/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া