X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জ্বালানির উচ্চ দামের কারণে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা

সঞ্চিতা সীতু
০৭ অক্টোবর ২০২১, ২১:২০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:২৪

আন্তর্জাতিক বাজারে জ্বালানির আকাশচুম্বি দামের কারণে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দুয়ার খোলার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে চলায় বহুজাতিক প্রতিষ্ঠান আবারও এই খাতে বিনিয়োগে আগ্রহী হবে। পেট্রোবাংলা এই সুযোগটি নিতে পারে। এখনই সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বেশি দামে দরপত্র আহ্বান করলে ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পেট্রোবাংলা সূত্র বলছে, মুজিববর্ষ উপলক্ষে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান বা বিডিং রাউন্ডে যাওয়ার পরিকল্পনা করে সরকার। তখন কিছু প্রতিষ্ঠানের সঙ্গে প্রি-বিড (দরপত্রের আহ্বানের আগে) বৈঠক হয়। কিন্তু করোনার প্রভাবে গোটা বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে যায়। এতে আশঙ্কাজনকভাবে জ্বালানির দামও কমেছে। ফলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান না করার অনুরোধ জানায়। তাই পেট্রোবাংলা এ নিয়ে আর এগোয়নি।

মহামারির প্রকোপের পর পৃথিবী স্বাভাবিক হচ্ছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিল্প-কারখানায় উৎপাদন বেড়েছে। দেশেই কোনও কোনও কারখানা এখন ২৪ ঘণ্টা উৎপাদন করছে। বিদেশেও একই চিত্র। ফলে বিশ্বব্যাপী জ্বালানির অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়েছে। তাই জ্বালানির দামও বেড়েছে। এতে নিজস্ব জ্বালানির স্বল্পতা রয়েছে এমন দেশগুলো বিপাকে পড়েছে। অতিরিক্ত দামে জ্বালানি কিনে বিক্রি করায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশগুলোকে।

দাম নিয়ন্ত্রণে দেশে নিজস্ব জ্বালানির অনুসন্ধান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, স্থলভাগের পাশাপাশি দেশের সমুদ্র অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে জোর দিতে হবে। আর এখনই সেই সময়।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশীয় জ্বালানির উৎপাদন বৃদ্ধি করা উচিত আমাদের। এ জন্য দেশের স্থলভাগের পাশাপাশি সাগরেও তেল-গ্যাস অনুসন্ধানে সরকারকে জোর দিতে হবে। এখন যেহেতু বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে, তাই দরপত্র আহ্বান করলে ভালো সাড়া পাওয়া যেতে পারে।’

অধ্যাপক ম. তামিম মনে করেন, মাঝে করোনার জন্য বিনিয়োগ কমে গেলেও এখন আবার এই খাতে বিদেশি প্রতিষ্ঠানগুলো আগ্রহী হয়ে উঠছে। এমন অবস্থায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা প্রয়োজন। তার কথায়, ‘আমরা অনেক বেশি দামে এলএনজি কিনছি। অনুসন্ধান করে গ্যাস পাওয়া গেলে তার দাম তুলনামূলক অনেক কম হবে।’

বেশি দামে এলএনজি কেনার প্রভাবের কথা মনে করিয়ে দিলেন বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেন, ‘তেলভিত্তিক বিদ্যুতের তুলনায় গ্যাসভিত্তিক বিদ্যুতের দাম কম হলেও যে হারে আমরা এলএনজি কিনছি তাতে খুব দ্রুত বিদ্যুতের দামও বাড়াতে হবে। কাজেই এই সংকট থেকে বের হতে হলে সাগরে তেল-গ্যাসের অনুসন্ধান জরুরি। আমদানি করা এলএনজির তুলনায় নিজেদের গ্যাসের দাম অনেক কম পড়বে। গ্যাস পেলে তাই নিজেদের সংকট অনেক কমে আসবে।’

সূত্র জানায়, ২০১৩ সালে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। তবে খুব একটা সাড়া পাওয়া যায়নি। ২০১৭ সালে কোরিয়ান একটি প্রতিষ্ঠানকে দরপত্র ছাড়াই বিশেষ আইনে কাজ দেওয়া হয়। এরও আগে ২০০৮ ও ২০১০ সালে একবার দরপত্র আহ্বান করা হয়। তবে কোনোবারই খুব একটা কাজে আসেনি। এরপর মডেল পিএসসি সংশোধন করে সাগরে গ্যাসের দাম বাড়িয়ে দরপত্র আহ্বান করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বঙ্গোপসাগরে এখন তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করেছে ভারতের জাতীয় প্রতিষ্ঠান ওএনজিসি ভিদেশ। গত ২৯ সেপ্টেম্বর থেকে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করেছে তারা। এছাড়া আরও দুটি ব্লকে এখন কাজ হচ্ছে। সব মিলিয়ে বঙ্গোপসাগরের ২৫ ব্লকের মাত্র তিনটিতে কাজ হচ্ছে। বাকি ২২টি ব্লকই এখন পড়ে রয়েছে।

/জেএইচ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি