X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

পঞ্চগড় প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ২০:৪৬আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২০:৪৬

পঞ্চগড়ে শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আহতাবস্থায় শিশুসহ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের কমলাপুর এলাকায় ঘটনাটি ঘটে।

স্বামীর সঙ্গে মোবাইল কলে ঝগড়া করতে করতে আড়াই মাস বয়সী শিশুকে নিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ তিনি।

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, স্টেশন থেকে ছাড়ার মাত্র তিন মিনিটের ওই নারীকে ঝাঁপ দিতে দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক। এরপরও ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এ সময় কোলে থাকা শিশুও রেল লাইনের ওপর ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশুসহ মাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই নারীর বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার এলাকায়।

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক আল আমিন খান ও স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন জানান, পঞ্চগড় স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার তিন মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে। পরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলেন। এ সময় ট্রেনের গতি কম ছিল বিধায় থামানো সম্ভব হয়েছে। এরপরও ওই নারী ট্রেনের ইঞ্জিন এসে ধাক্কা খান। পরে স্থানীয় লোকজনকে ডাকলে তারা এসে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল লতিফ মিয়া জানান, ওই নারীর কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার স্বামীসহ স্বজনরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীর সঙ্গেই ঝগড়া করে অভিমানে এমন ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া