X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুবি শিক্ষার্থীর চোখে মরিচের গুঁড়া দিয়ে ফেলে যায় ছিনতাইকারীরা    

কুবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৪:৪১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪:৪১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে ওঠে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে নগদ টাকা ও মোবাইলসহ মূল্যবান সব খুইয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সুমন। পরে ছিনতাইকারীরা চোখে মরিচের গুঁড়া দিয়ে ও মারধর করে তাকে সড়কের একপাশে ফেলে রেখে যায়। 

গত শুক্রবার (৮ অক্টোবর) রাতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী সুমন জানান, শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য পদুয়ার বাজার বিশ্বরোডে যান তিনি। সেখানে বাস না পেয়ে একটা মাইক্রোবাস পেয়ে সেটিতে ওঠেন। সেখানে আরও কিছু যাত্রী ছিল। গাড়ি কিছুদূর যাওয়ার পরই তারা তাকে নানাভাবে শারীরিক নির্যাতন শুরু করে যাত্রীরা। এ সময় তারা সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি স্মার্টফোন এবং মূল্যবান অন্যান্য সব ছিনিয়ে নেয়। 

‘একপর্যায়ে ছিনতাইকারীরা আমার চোখে মরিচের গুঁড়া দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে যায়’, যোগ করেন ওই শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা তাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার বেশ কিছুক্ষণ পর তিনি পাশের একটা দোকানে গিয়ে সাহায্য নিয়ে মেসে ফেরেন। এ বিষয়ে তিনি কোনও আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ঘটনার পরপর আমি ৯৯৯ এ জানিয়েছিলাম।

এ বিষয়ে জানতে ময়নামতি হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে তারা স্থানীয় সদর দক্ষিণ থানায় যোগাযোগ করতে বলা হয়। 

তবে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, আমরা এখনও কোনও অভিযোগ পাইনি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন ভূইয়া বলেন, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনও অভিযোগ পাইনি। পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়