X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
সিরাজগঞ্জ-৬ আসনে প্রার্থী ৩

দুই পৌরসভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী জয়ের পথে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২১:১৩আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৩

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া দেশের ১০টি পৌরসভায় প্রার্থী হয়েছেন ৪১ জন। তাদের মধ্যে ২৬ জন স্বতন্ত্র। বাকিরা আওয়ামী লীগসহ চারটি রাজনৈতিক দলের প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীতরাই প্রার্থী হয়েছেন। তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন।

এসব পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৪৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১০ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে রবিবার এসব তথ্য জানা গেছে।

গত ২৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ ও ১০ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে সোমবার (১১ অক্টোবর)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরু ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থীরা হলেন—  আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন ও স্বতন্ত্র মো. হুমায়ুন কবির।

পৌরসভা নির্বাচনে যে দুজন মেয়র বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন, তারা হলেন— কসবায় মো. গোলাম হাক্কানী ও রামগড়ে মো. রফিকুল আলম (কামাল)। মনোনয়নপত্র বাছাইয়ে টিকলে তাদেরকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এছাড়া নরসিংদীর ঘোড়াশাল পৌরসভায় মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ফেনীর ছাগলনাইয়ায় মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং বগুড়ার সোনাতলায় মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা করেছেন। দিনাজপুরের ঘোড়াঘাটে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন এবং নীলফামারীর ডোমারে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী হয়েছেন।

নড়াইলের লোহাগড়ায় মেয়র পদে ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং খাগড়াছড়ির রামগড়ে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
সর্বশেষ খবর
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মোকাবিলায় যা করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি