X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সহকারী শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ প্রধান শিক্ষিকার

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৮:৫৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:০৬

বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামানের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। ওই শিক্ষিকা সোমবার (১১ অক্টোবর) এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা গত শনিবার নৈমিত্তিক ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতিতে সহকারী শিক্ষক কামরুজ্জামানকে চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নিতে বলেন প্রধান শিক্ষিকা। তখন সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রধান শিক্ষিকার হালিমা খাতুনের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন।

হালিমা খাতুন জানান, এর আগেও বিভিন্ন সময় ওই শিক্ষক তাকে গালিগালাজ ও হুমকি দেন। বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। এই বিষয়ে পরে কথা বলবো’।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, বিষয়টি তদন্ত হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তার বিরুদ্ধে বিধিমোতাবেক  ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা