X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবাহনী গ্রুপসেরা, মোহামেডান-পুলিশ ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ২১:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:১৫

ক্লাব কাপ হকিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। অ্যাজাক্স স্পোর্টিংকে ৬-১ গোলে হারিয়ে আকাশি-নীল জার্সিধারীরা অপরাজিত থেকে টিকিট কেটেছে সেমিফাইনালের। সোমবার অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিংও ৪-১ গোলে পুলিশ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। হেরে ক্লাব কাপ থেকে বিদায় নিতে হচ্ছে পুলিশ ও অ্যাজাক্সকে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে অনেকটা একপেশে ম্যাচে আবাহনী লিমিটেড ৬-১ গোলে হারায় অ্যাজাক্সকে। আরশাদ হোসেন সর্বোচ্চ দুটি গোল করেছেন। এছাড়া খোরশেদ, মিমো, মহসিন ও শিতুলের স্টিক থেকে এসেছে একটি করে গোল। ‘এ’ গ্রুপে তিন ম্যাচ জিতেই আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল অন্য গ্রুপের ম্যাচ রয়েছে। সেখানে ঠিক হবে সেমিফাইনালের লাইনআপ।

দিনের প্রথম ম্যাচে মোহামেডান ও পুলিশ ম্যাচে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। একটি গোলকে কেন্দ্র করে শেষের ১৭ মিনিট খেলা আর টার্ফে গড়ায়নি! পুলিশ আপত্তি জানিয়ে খেলা থেকে বিরত থাকে। তখন পর্যন্ত মোহামেডান ৪-১ গোলে এগিয়ে ছিল। আম্পায়ার পরে অপেক্ষা করে মোহামেডানকে ৪-১ গোলে বিজয়ী ঘোষণা করে।

এ ঘটনা প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কী করবো বলুন। পুলিশ দাবি করেছে, তাদের হিটটি মোহামেডানের পোস্টে যাওয়ায় গোল হয়েছে। কিন্তু আম্পায়ার বলেছেন গোল হয়নি। এ অবস্থায় খেলা আর টার্ফে গড়ায়নি। মোহামেডান যেহেতু আগেই ৪-১ গোলে এগিয়ে ছিল, তাই বাইলজ অনুযায়ী তাদের সেই স্কোরেই জয়ী ঘোষণা করা হয়েছে।’

ফেডারেশন অবশ্য টার্ফে দুর্বল আম্পায়ারিংয়ের কারণে শ্রীলঙ্কা ও ভারত থেকে আম্পায়ার আনতে যাচ্ছে। ক্লাব কাপেই তাদের দেখার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউসুফ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’