X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেনাপোল দিয়ে ১০ দিনে ১৩ হাজার যাত্রীর যাতায়াত

বেনাপোল প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২২:২৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:২৫

বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীর যাতায়াত বৃদ্ধি পেয়েছে। গত দশ দিনে (১ থেকে ১০ অক্টোবর) ১৩ হাজার ৩৮২ জন পাসপোর্টযাত্রী এই চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেছেন। তাদের মধ্যে মেডিক্যাল ভিসায় যাওয়া যাত্রীর সংখ্যা বেশি।

করোনার কারণে ভারত-বাংলাদেশ উভয় দেশ কয়েক দফায় বন্ধ করে দিয়েছিল যাত্রী চলাচল। প্রায় দুই বছর যাবৎ এ পথে বিশেষ ভিসা ও হাইকমিশনের অনুমতি ছাড়া যাতায়াত নিষিদ্ধ ছিল। সম্প্রতি যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় সরগরম হয়ে উঠেছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট। গত ১০ দিনে এ পথে ভারতে গেছেন ৭ হাজার ৩০৮ জন এবং ভারত থেকে এসেছেন ৬ হাজার ৭৪ জন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দীর্ঘদিন করোনা আতঙ্কে দুই দেশের পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ ছিল। এর আগে মেডিক্যাল ভিসা এবং বাংলাদেশে ভারতের বিভিন্ন প্রকল্পে চাকরিরতদের চলাচলের অনুমতি মেলার পরও প্রতিদিন মাত্র দুই থেকে তিনশ’ জন যাতায়াত করেছেন। কারণ যাত্রীদের ভারতের বাংলাদেশি দূতাবাস থেকে অনুমতিপত্র লাগতো। এ ছাড়া যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হতো। এখন কোয়ারেন্টিন এবং হাই কমিশনের অনুমতি তুলে নেওয়ায় যাত্রীসংখ্যা বাড়ছে। 

এদিকে যাত্রীরাও এ পথে চলাচলে সন্তোষ প্রকাশ করেছেন। ঢাকা থেকে আসাদুর রহমান, খুলনা থেকে জাহাঙ্গীর আলম, বাগেরহাট থেকে আসা দিলিপ কুমার বলেন, ‘এ পথে আগেও যাতায়াত করেছি। চেকপোস্ট এলাকায় প্রবেশমুখে বহিরাগত কিছু লোক উৎপাত করতো। আজ (সোমবার) এ উৎপাত দেখতে পাচ্ছি না।’

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, ‘এসবি পুলিশ সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করবে। কেউ যাতে এখানে হয়রানির শিকার না হয় সে জন্য কাজ করতে সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বহিরাগত কিছু লোকের প্রবেশ এবং আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে যাত্রীদের কাজের কথা বলে অর্থ আদয়ের অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। যদি কোনও বহিরাগত দালালের উৎপাতের অভিযোগ পাওয়া যায় তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা