X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কোস্ট গার্ডের ট্রলারে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৮:০৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:০৩

বরিশালের হিজলা উপজেলার দক্ষিণ বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ডের ট্রলারে জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাতে ওই হামলায় কোস্ট গার্ডের ট্যাগ অফিসার এবং ট্রলার মাঝি আহত হন।

এ ঘটনার পর কোস্ট গার্ড সদস্যরা ওই গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে নির্বিচারে নারী-পুরুষদের লাঠিপেটা করেন বলে পাল্টা অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তঃসত্ত্বা গৃহবধূ ফারজানা বেগম, বাচ্চু ঘরামি ও মাহবুব বাঘাসহ কয়েকজন আহত হন।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের সহায়তায় কোস্ট গার্ডের দুটি দল পৃথক ট্রলার নিয়ে অভিযানে বের হয়। মেঘনা নদীর দক্ষিণ বাউশিয়া অতিক্রমকালে নদীর তীর থেকে কোস্টগার্ডের ট্রলারে আকস্মিক ইটপাটকেল ও বাঁশের খণ্ড নিক্ষেপ করেন জেলেরা। এতে অভিযানের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম এবং মাঝি মো. সোলায়মান আহত হন।’

হিজলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ঝন্টু হাওলাদার বলেন, ‘ঘটনার সময় তিনি হিজলা বাজারে ছিলেন। কোস্ট গার্ডের সদস্যরা মোবাইল ফোনে তাকে ঘটনাস্থলে ডেকে নেন। তারা চলে যাওয়ার পর গ্রামের লোকজন কোস্টগার্ডের বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগ করেন।’

অভিযোগ অস্বীকার করে হিজলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার হামিদুল হক বলেন, ‘কোস্ট গার্ডের ট্রলারটি বাউশিয়া ঘাটে নোঙর করার সময় তীর থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। আত্মরক্ষায় কোস্টগার্ড সদস্যরা ট্রলারের ছাউনির নিচে আশ্রয় নেন। হামলায় ট্যাগ কর্মকর্তা ও ট্রলার মাঝি আহত হন। গ্রামবাসীকে লাঠিপেটা করার অভিযোগ সঠিক নয়।’ 

এ ব্যাপারে হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান, কোস্টগার্ডের ট্রলারে হামলার খবর শুনেছেন। গ্রামবাসীকে লাঠিপেটার ঘটনার বিষয়ে তার জানা নেই। এ ঘটনায় কারও পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
চার দিন ধরে সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার
সাগরে মাছ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা
গভীর সমুদ্র থেকে উদ্ধার ৪ জেলে, এখনও নিখোঁজ ১
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!