X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১৫:৫১আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৫:৫১

যশোরে শিরিনা বেগম (২৮) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) যশোর সদরের আরবপুর মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী জুয়েল পলাতক।

শিরিনা যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। পুলিশ বলছে, ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

শিরিনার ছোট ভাই সোহেল রানার অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় পেট্রোল ঢেলে শিরিনাকে পুড়িয়ে হত্যা করেছেন জুয়েল। মঙ্গলবার দুপুরে আরবপুর এলাকায় ঘরের ভেতর আটকে তার পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। শিরিনার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনায় পাঠান চিকিৎসকরা। সেখান থেকে শিরিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, গৃহবধূর শরীরের বেশিরভাগ দগ্ধ হয়েছে। দাহ্য কোনও পদার্থ দিয়ে তাকে পোড়ানো হয়েছে।  

এদিকে ঘটনার পর থেকে জুয়েলকে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, রান্নাঘরে থাকা সিলিন্ডার থেকে গ্যাস বের করে নিজেই আগুন দিয়ে আত্মহত্যা করেছেন শিরিনা।  

জুয়েল যশোর সদরের আরবপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি খয়েরতলা এলাকার একটি পেট্রল পাম্পের কর্মচারী ছিলেন। এর আগে আরও একটি বিয়ে করেছিলেন। সেই স্ত্রীকেও হত্যা করেন বলে সোহেল রানার।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা গৃহবধূর মৃত্যুর বিষয়ে দুই ধরনের বক্তব্য পাচ্ছি। তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

/এসএইচ/
সম্পর্কিত
এ বছরই হাইকোর্টে শেষ হচ্ছে নুসরাত হত্যাকাণ্ডের শুনানি
ট্রেনে ও ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কমিশন
স্বামীর দেওয়া আগুনে দগ্ধ দুই সন্তানের পর চলে গেলেন গৃহবধূ মুন্নিও
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা