X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মনোনয়ন না পেয়ে আ.লীগ থেকে জাসদে

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১৭:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৩২

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে যোগ দিয়েছেন আব্দুল হামিদ নামে স্থানীয় এক নেতা। উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন তিনি।

মঙ্গলবার বিকালে মালিহাদ ইউনিয়নের আবুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবদুল হামিদের জাসদে যোগদান উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। মালিহাদ ইউনিয়ন জাসদের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। সভায় আবদুল হামিদকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

রবিবার সকালে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্য গত কারণ উল্লেখ করেন। পদত্যাগের পর মঙ্গলবার দলীয় কয়েক শ’ নেতাকর্মীকে নিয়ে জাসদে যোগ দেন তিনি। সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাসদের দলীয় মশাল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন।

জানা গেছে, ২০১৬ সালের দিকে জাসদ থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। সে সময় পেয়েছিলেন মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ।

সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে গত শনিবার বিকালে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এবার উপজেলার মালিহাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন। এর পরদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদত্যাগ করে আওয়ামী লীগের রাজনীতিতে আর থাকবেন না বলে ঘোষণা দেন আবদুল হামিদ। এর আগে তিনি দীর্ঘদিন জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

জাসদে যোগ দেওয়া প্রসঙ্গে মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে। গত ইউপি নির্বাচনে দলীয় (জাসদ) মনোনয়ন না পেয়ে চলে গিয়েছিলেন, এখন আবার দলে ফিরেছেন। আগামী ১১ নভেম্বর ভোটে তিনি জাসদের মশাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

এ বিষয়ে আবদুল হামিদ বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জাসদে আবার ফিরেছি। মশাল প্রতীকে নির্বাচন করবো।’

মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম জুবায়ের রিগান বলেন, ‘আবদুল হামিদের পদত্যাগপত্র হাতে পেয়েছেন। এ বিষয়ে দলীয় সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা