X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ০১:৪৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০১:৪৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের সুনামগঞ্জ-সিলেট সড়কের দামোদরতপী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২০), আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০) এবং সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী আরএমপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়, আর তাতে আরোহী তিন তরুণ ছিটকে পড়ে থাকেন সড়কে। বাম্পারে আটকে গেলে মোটরবাইকটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় ওই বাস।

এদিকে, ছাতকের গৌবিন্দগঞ্জ এলাকায় বাসচালক দুলাল মিয়াকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী দামোদরতপী গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে সড়কে এসে দেখি মোটরসাইকেল চাপা দিয়ে যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছে। তিন জনের লাশ সড়কে পড়ে আছে। বাসের বাম্পারে মোটরসাইকেলটি আটকে আছে।

পরে স্থানীদের দেওয়া খবরে পুলিশ ওই তিন তরুণের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

বাসের বাম্পারে আটকে ছিল মোটরসাইকেলটি

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ সালেহ আহমদ বলেন, দুটি মোটরসাইকেলে ছয় যুবক কৈতক এলাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। অন্য মোটরসাইকেলের তিন আরোহীও আহত হন। 

দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
কীভাবে চলবে সদরঘাটে নিহত রিপনের সংসার?
সদরঘাটে পাঁচ যাত্রীর মৃত্যু: ৫ জন রিমান্ডে
সদরঘাটে নিহতদের মধ্যে তিন জন একই পরিবারের
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন