X
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, ৬ কার্তিক ১৪২৮

সেকশনস

যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫:৩৫

শিক্ষার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার সমস্যাসহ অন্যান্য দুর্দশা লাঘবে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হবে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সহকারী পরিচালক (জনসংযোগ) ম. আব্দুর রশিদ জানান, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যবিপ্রবিতে ছয় হাজার শিক্ষার্থীর আসন পড়েছে।

জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটে বিজ্ঞান, ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি জানায়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যবিপ্রবিতে ‘এ’ ইউনিটভুক্ত ছয় হাজার শিক্ষার্থীর আসন পড়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন, মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থাগার কাম একাডেমিক ভবন, ডা. এম আর খান মেডিক্যাল সেন্টার, শেখ রাসেল জিমনেসিয়াম ও টিএসসি ভবনে ‘এ’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হবে। 

করোনাকালীন স্বাস্থ্যবিধি মানতে বেশকিছু শিক্ষার্থীর আসন শেখ রাসেল জিমনেসিয়াম থেকে পার্শ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন ও টিএসসি ভবনে স্থানান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশক থাকবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠেয় সব ভবনের প্রবেশমুখে বিএনসিসি ও স্বেচ্ছাসেবক থাকবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনও ভর্তিচ্ছুদের সহায়তা করবেন।

ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তুতির বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ভর্তি পরীক্ষা নিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। কোনও পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউ কোনও ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ এগুলো ব্যবহার করে বা অসাধুপায় অবলম্বন করেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষা, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএইচ/

সম্পর্কিত

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

জবি শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন বৃহস্পতিবার

জবি শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন বৃহস্পতিবার

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ২২ শিক্ষার্থী

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২০:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’  ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল এগারোটায় শুরু হবে।

এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১.৯০ জন শিক্ষার্থী।

এ বছর ‘গ’ ইউনিটে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৩৭৪টি। আসন রয়েছে ১২৫০টি।

করোনা মহামারির কারণে এবারই প্রথম ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পড়েছে।

আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছে ১৭ হাজার ১৩৭ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮১৯ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৫৫৯ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯৫ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬০৬ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৬ জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭০ জনের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৬২ জনের।

/এমএস/

সম্পর্কিত

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

ঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

ঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

ঢাবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি আরমান, সম্পাদক তমা

ঢাবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি আরমান, সম্পাদক তমা

শ্রেণিকক্ষে ফিরলেন রাবি শিক্ষার্থীরা

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:৫৭

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাভাবিক পাঠদান শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সরাসরি ক্লাসে বসেন শিক্ষার্থীরা। এরআগে, গত ১৭ অক্টোবর শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়। কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও মানসম্মত পরিচালনা পদ্ধতি সামনে রেখে ক্লাস পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, গত দেড় মাস ধরে আমার অনুষদের বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে সব কক্ষ পরিষ্কার রয়েছে। আজ কেবল শুধু শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিয়েছেন।  

স্বাস্থ্যবিধির বিষয়ে অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ক্লাসরুমে স্যানিটাইজার থাকবে, যার প্রয়োজন সে ব্যবহার করবে।

প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক একরামুল হামিদ বলেন, আমার অনুষদে প্রায় সব বর্ষের পরীক্ষা চলছে। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীরা ক্লাসে এলে তাদের প্র্যাকটিকাল (ব্যবহারিক) পরীক্ষাগুলো নেওয়া। কারণ, আমাদের দুটি সেমিস্টারের ক্লাস নেওয়া আছে। তাই যতটা সম্ভব প্র্যাকটিকালগুলো নিয়ে রাখতে হবে। যাতে করে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে যেন প্র্যাকটিকালের জন্য পরীক্ষা পিছিয়ে না থাকে।

এদিকে দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খোরশেদ আলম বলেন, দেড় বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর আজ সরাসরি ক্লাস করছি। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আড্ডা দিচ্ছি। অনুভূতিটা অন্যরকম।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, হল খোলার পর অনেকের সঙ্গে দেখা হয়েছে। তবে দীর্ঘদিন পর বন্ধুদের পাশে বসে ক্লাস করার অনুভূতি অন্যরকম।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। 

 

/টিটি/

সম্পর্কিত

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ২২ শিক্ষার্থী

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ২২ শিক্ষার্থী

১৯ মাস পর প্রাণ ফিরেছে জাবি ক্যাম্পাসে

১৯ মাস পর প্রাণ ফিরেছে জাবি ক্যাম্পাসে

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

১৯ মাস পর প্রাণ ফিরেছে জাবি ক্যাম্পাসে

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:৪৯

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্বাভাবিক ক্লাস ও পরীক্ষা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পদচারণা আর উচ্ছ্বাসে সে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ। নানা আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট। 

অনাবাসিক শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের বাসে করে, কেউ রিকশায়, কেউ হল থেকে হেঁটে এসেছেন নিজের শ্রেণিকক্ষে। প্রত্যেকটি অনুষদের সামনে হাত ধোয়ার জন্য বসানো হয়েছে বেসিন, সঙ্গে রয়েছে হ্যান্ডওয়াশ। অনুষদের পাশাপাশি অনেক বিভাগেও একই ব্যবস্থা করা হয়েছে।

বিভাগের ঢোকার সময় প্রবেশপথে ছিল শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার ব্যবস্থা। লাল গোলাপ আর চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিভিন্ন বিভাগ। ‘নো মাস্ক, নো এন্ট্রি’ লিখে টানানো ছিলো নির্দেশনা।

জাবিতে শুরু হয়েছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্লাস শেষে শিক্ষার্থীরা টিএসসি, ক্যাফেটেরিয়া, মুরাদ চত্বর, মুন্নী চত্বর, শহীদ মিনার কিংবা পরিবহণ চত্বরে আড্ডায় মেতে ওঠেন। দীর্ঘদিনের কথা যেন আর ফুরোয় না। 

মুরাদ চত্বরে আড্ডার ফাঁকে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, করোনায় এতদিন যে অবস্থায় ছিলাম, এতে প্রত্যেকেরই কিছু না কিছু হারিয়েছি। এতদিন পর বন্ধু, শিক্ষকদের দেখা পেয়ে আমরা খুবই আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ক্লাসও শুরু করেছি। আশা করি ঠিকভাবে ক্লাস এবং পরীক্ষা চালিয়ে যেতে পারবো।  

শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে চারুকলা বিভাগের করিডরে বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় আমরা সরাসরি পাঠদানে ফিরতে পেরেছি। দীর্ঘসময় বাসায় থাকার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এখন শিক্ষকদের সঙ্গে দেখা হবে, বন্ধুদের সঙ্গে হবে গল্প-আড্ডা, সব মিলিয়ে অনেক ভালো সময় কাটবে আশা করি।

দীর্ঘ সময় পর ক্লাসে শিক্ষার্থীদের দেখা পেয়ে শিক্ষকরাও অনেক আনন্দিত। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন শেখ আদনান ফাহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, দেড় বছর ধরে আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। অনেক প্রতীক্ষার পর আজ থেকে সরাসরি ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে দেখা। এটা সত্যিই আনন্দের। 

বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য তাপমাত্রা মাপার যন্ত্র ব্যবহার করা হচ্ছে করোনার ঝুঁকি কাটিয়ে নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চাীরয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই শিক্ষক। তিনি বলেন, স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রবেশের মুহূর্তে তাদের তাপমাত্রা পরিমাপ করিয়ে গোলাপ ফুল ও চকলেটের মাধ্যমে বরণ করে নিয়েছি। রয়েছে হাত ধোয়ার ও স্যানিটাইজ করার ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করারও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/

সম্পর্কিত

পরীক্ষা দিয়েও ১৬০০ শিক্ষার্থী অনুপস্থিত, ওয়েসাইট থেকে সরলো ফল

পরীক্ষা দিয়েও ১৬০০ শিক্ষার্থী অনুপস্থিত, ওয়েসাইট থেকে সরলো ফল

চবিতে ১৯ অক্টোবর ক্লাস শুরুর পর ১৬ দিনের ছুটি

চবিতে ১৯ অক্টোবর ক্লাস শুরুর পর ১৬ দিনের ছুটি

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

হাবিপ্রবিতে ছয় মাসের সেমিস্টার শেষ হবে ৪ মাসে 

হাবিপ্রবিতে ছয় মাসের সেমিস্টার শেষ হবে ৪ মাসে 

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:১০

সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, এর সঙ্গে জড়িত ও মদতদাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিকাল চারটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ' ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হয়ে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে,  ভাতের অধিকার পর্যন্ত হুমকির মুখে, বাকি ছিল ধর্ম পালনের অধিকার৷ নিরাপদে, শান্তিতে, আনন্দের আবহে আমরা ধর্ম পালন করব, উদযাপন করব, সে সুযোগ পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষের নেই৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. এম এম আকাশ বলেন, বাংলাদেশের যে শাসকশ্রেণি রয়েছে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। যেদিন ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে সেদিন হতে মুক্তিযুদ্ধের ধর্ম নিরপেক্ষতার নীতি আর থাকলো না৷

উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নেতা মানস নন্দী, উদীচীর সদস্য আকরামুল হকসহ আরও অনেকে।

/এমএস/

সম্পর্কিত

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ২২ শিক্ষার্থী

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ২২ শিক্ষার্থী

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নাট্য পরিবেশন (ফটোস্টোরি)

ঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

ঢাবির থিয়েটার বিভাগের ‘শৈল্পিক’ প্রতিবাদ

ঢাবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি আরমান, সম্পাদক তমা

ঢাবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি আরমান, সম্পাদক তমা

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:০৯

গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার (২০২০-২১) ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকালে সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এই ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ।

উপাচার্য বলেন, অল্প সময়ের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পেরেছি। ওয়েবসাইটে ভর্তি লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার ফল জানা যাবে। 

শাবি উপাচার্য আরও বলেন, পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৯৫ পেয়ে এক শিক্ষার্থী প্রথম হয়েছেন। এ ছাড়া মাইনাস ১০ পেয়েছেন এক শিক্ষার্থী। এদিকে কিছু উত্তরপত্র বাতিল ও সেটকোড পরিবর্তনজনিত কারণে ফল প্রকাশ সম্ভব হয়নি বলেও জানান তিনি। 

গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে এক লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৯০ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ এক লাখ ১৮ হাজার ৭১১ শিক্ষার্থী। 

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গুচ্ছ ভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ভর্তি নির্দেশিকা ও ভর্তির শর্তপূরণ সাপেক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তির সুযোগ পাবেন। 

এদিকে আগামী ২৪ অক্টোবর মানবিক বিভাগ (বি-ইউনিট) এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের (সি-ইউনিট) ভর্তি পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত উভয়দিন ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এএম/

সম্পর্কিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ

জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ১১ শিক্ষার্থী

‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ১১ শিক্ষার্থী

যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর

যবিপ্রবিতে ‘এ’ ইউনিটে আসন পড়েছে ৬ হাজার শিক্ষার্থীর

সর্বশেষসর্বাধিক
quiz

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

ক্যাম্পাসে টিকাদানের উদ্যোগ শেকৃবি প্রশাসনের

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

জবি শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন বৃহস্পতিবার

জবি শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন বৃহস্পতিবার

সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 

সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 

হলে হাবিপ্রবির শিক্ষার্থীরা, প্রাণ ফিরেছে ক্যাম্পাসে

হলে হাবিপ্রবির শিক্ষার্থীরা, প্রাণ ফিরেছে ক্যাম্পাসে

১৯ মাস পর হলে চবি শিক্ষার্থীরা

১৯ মাস পর হলে চবি শিক্ষার্থীরা

৫ বছর পর বিলুপ্ত হলো জাবি ছাত্রলীগের কমিটি

৫ বছর পর বিলুপ্ত হলো জাবি ছাত্রলীগের কমিটি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ

জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

সর্বশেষ

করোনা শনাক্তের সংখ্যা ২৪ কোটি ৩২ লাখ ছাড়িয়েছে

করোনা শনাক্তের সংখ্যা ২৪ কোটি ৩২ লাখ ছাড়িয়েছে

প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তোলায় পুলিশ সদস্যদের নোটিস

প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তোলায় পুলিশ সদস্যদের নোটিস

‘স্বাধীনতাবিরোধীরাই সাম্প্রদায়িক অপতৎপরতা চালাচ্ছে’

‘স্বাধীনতাবিরোধীরাই সাম্প্রদায়িক অপতৎপরতা চালাচ্ছে’

'হামলার দায় এড়াতে পারেন না রাজনৈতিক নেতারা'

'হামলার দায় এড়াতে পারেন না রাজনৈতিক নেতারা'

বেগমগঞ্জে হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনায় সুজনের স্বীকারোক্তি 

বেগমগঞ্জে হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনায় সুজনের স্বীকারোক্তি 

© 2021 Bangla Tribune