X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কিশোর গ্যাং নির্মূল করতে চান এক ঘণ্টার জেলা প্রশাসক 

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৬:২২আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:২২

এক ঘণ্টার জন্য সিরাজগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন কিশোরী প্রারম্ভা কাফি (১৬)। দায়িত্ব পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে তিনি, দেন শিশু-কিশোরদের উন্নয়নে নানা সুপারিশ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে গার্লস টেকওভার ২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদের প্রতীকী দায়িত্ব পালন করেন এনসিটিএফের শিশু সংসদ সদস্য কাফি। 

বৈঠকে সিরাজগঞ্জ জেলায় নারীর ওপর সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে, ইভটিজিংসহ নারীর সুরক্ষা ও নারীদের সমান অধিকার, শিশু শ্রম, শিশু নির্যাতনসহ কিশোর গ্যাং নির্মূল ও শিশুদের নানা সমস্যার সমাধানের সুপারিশ তুলে ধরেন কাফি। একই সঙ্গে পুরো জেলাকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি এসব সুপারিশ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন প্রারম্ভা। এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, আমাদের আগামীর বিশ্বের সঙ্গে টিকে থাকতে হলে নিজেদের দক্ষ করে তৈরি করতে হবে। তাই সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সমুন্নত রাখতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সভাপতিত্ব করেন এনসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি মো. আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, শিশু বিষয়ক বাংলা সংবাদ মাধ্যম শিশু বার্তার সম্পাদক ও প্রকাশক দ্বীন মোহাম্মাদ সাব্বির। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা