X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক অর্থনীতিতে ঝড়ের আভাস

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ০০:০২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:৩৯

টোকিওর ‘বিফ বোল’ থেকে শুরু লন্ডনের ‘ফ্রাইড চিকেন’—বিশ্ব অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ পেতে শুরু করেছেন ভোক্তারা। করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহারের পর এখন সাপ্লাই চেইনে দেখা দিয়েছে স্বল্পতা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, চালান ও কারখানার বিদ্যুতের জন্য জ্বালানি সংকটে ভুগছে। যা অর্থনীতির পুনরুদ্ধারকে ফেলেছে হুমকির মুখে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনের বৃহত্তম মুরগির মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, দেশটিতে ২০ বছর পর সস্তা খাবারের ইতি ঘটতে চলেছে। এক অঙ্কের খাবারের দাম উঠতে পারে দুই অঙ্কে।

টু সিস্টার গ্রুপের মালিক রঞ্জিত সিং বোপারান বলেন, ‘তিন পাউন্ড দিয়ে চার সদস্যের পরিবারের খাবার নিশ্চিত করার দিন শেষ হতে চললো।’

গুদামে শ্রমিক, ট্রাকচালক ও কসাইয়ের স্বল্পতা এমন সময় দেখা দিয়েছে যখন ব্রেক্সিট ও করোনা মহামারি নিয়ে জটিলতায় আছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিটি। ব্রিটেনের অর্থনীতিতে পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের তীব্র চাপও।

সরবরাহে বিঘ্ন এড়াতে বিশ্বের বৃহত্তম ফার্নিচার ব্র্যান্ড আইকিয়া এখন নিজেই জাহাজ ভাড়া করছে, কন্টেইনার কিনছে এবং নতুন রুটে পণ্য চালান করছে।

কোম্পানিটির প্রধান নির্বাহী জন আব্রাহামসন জানান, তার ধারণা এই সংকট ২০২২ সাল পর্যন্ত গড়াবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চীন থেকে পণ্য নিয়ে আসা। দেশটিতে তাদের এক-চতুর্থাংশ পণ্য তৈরি হয়। সবচেয়ে বেশি পণ্য স্বল্পতা দেখা দিয়েছে তাদের উত্তর আমেরিকার দোকানগুলোতে, এরপরে রয়েছে ইউরোপ।

যুক্তরাষ্ট্রে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন বেসরকারি খাতের প্রতি আহ্বান জানিয়েছেন, পণ্য আটকে পড়া ঠেকাতে সহযোগিতা করার জন্য। যা দেশটিতে ছুটির দিনে পণ্য সরবরাহ হুমকির মুখে ফেলে দিচ্ছে।

বাইডেন জানান, লস অ্যাঞ্জেলেস বন্দর লং বিচ বন্দরের সঙ্গে যৌথভাবে ২৪ ঘণ্টায় ৫ লাখ কন্টেইনার নামানোর কাজ করবে। ওয়ালমার্ট, টার্গেট ও বড় বিক্রেতারাও জানিয়েছে, তারা দিনরাত কাজ করবে।

কম প্রবৃদ্ধির কারণে জাপানেও গত দশকে বেতন ও মজুরি বাড়েনি। ভোক্তা ও ব্যবসায়ীরা কফি ও বিল বোল-এর মতো মৌলিক পণ্যের দাম বাড়ায় ধাক্কা খেয়েছেন।

অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, আগামী মাসগুলোতে মূল্যবৃদ্ধির প্রতিফলন পাওয়া যেতে পারে।

স্পেন, আয়ারল্যান্ড ও সুইডেনে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকায় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক সতর্ক অবস্থানে আছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে বারবার এই পরিস্থিতিকে সাময়িক দাবি করেছেন।

ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি এই বছরের শেষের দিকে ৪ শতাংশ ছুঁতে পারে। ইসিবি’র টার্গেটের তুলনায় যা দ্বিগুণ। অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন, ২০২২ সাল জুড়ে মূল্যস্ফীতি এমন থাকতে পারে।

 

তীব্র শীতের আশঙ্কা

বিদ্যুৎ সরবরাহ কমে আসায় বিশ্বের কিছু অঞ্চলে শীতল শীতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীনে কয়লার দাম রেকর্ড মাত্রায় বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোও মজুত বাড়াচ্ছে। ভারতে রাষ্ট্রীয় কোম্পানি কোল ইন্ডিয়া জানিয়েছে, সাময়িক সময়ের জন্য তারা বিদ্যুৎকেন্দ্র ছাড়া কাউকে কয়লা দিচ্ছে না।

চীনেরও বিদ্যুৎ সংকটের কারণ কয়লার স্বল্পতা ও জ্বালানির উচ্চমূল্য। এতে কারখানায় উৎপাদনের চাহিদা থাকলেও তা বন্ধ রাখা হয়েছে। এমনকি অ্যাপলের মতো কোম্পানিও পণ্য উৎপাদন স্থগিত রেখেছে।

জ্বালানির মূল্য কমে আসার ইঙ্গিত এখনও স্পষ্ট নয়। অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮৪ ডলার ছোঁয়ার পথে। শীতে উষ্ণতার জন্য প্রাকৃতিক গ্যাসের বদলে তেলের প্রতি মনোযোগী হওয়ার প্রবণতা থেকেও বাড়ছে তেলের দাম।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, তেলের চাহিদা প্রতিদিন ৫ লাখ ব্যারেল বাড়তে পারে।

শীর্ষ ইকনোমিক ইন্সটিটিউটগুলো ২০২১ সালের জন্য জার্মানির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। ইউরোপের বড় অর্থনীতির প্রবৃদ্ধিও ৩.৭ শতাংশের বদলে ২.৪ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।

সিঙ্গাপুরের দুই বিদ্যুৎ সরবরাহকারী ব্যবসা ছাড়ছে এবং অন্তত অপর তিনটি কোম্পানি নতুন ক্রেতা নেওয়া বন্ধ করে দিয়েছে।

 

চিপস ডাউন

ডাচ নেভিগেশন ও ডিজিটাল ম্যাপিং কোম্পানি টমটম সতর্ক করে বলেছেন, গাড়ি খাতে সাপ্লাই চেইনের সমস্যা ২০২২ সাল পর্যন্ত গড়াতে পারে। কোম্পানিটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার টাকো টাইটুলায়ের বলেন, সামগ্রিকভাবে আমরা সবাই সাপ্লাই চেইন ইস্যুকে হালকাভাবে নিয়েছি, বিশেষ করে সেমিকন্ডাক্টার স্বল্পতাকে।

বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর চিপের স্বল্পতার কারণে মহামারি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা গাড়ি নির্মাতা আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

ইতালিয়ান-আমেরিকান গাড়ি নির্মাতা সিএনইচ ইন্ডাস্ট্রিয়াল বুধবার জানায়, সাময়িক সময়ের জন্য তারা বেশ কয়েকটি ইউরোপীয় কৃষি, বাণিজ্যিক ও পাওয়ারট্রেন উৎপাদন কারখানা বন্ধ করে দিয়েছে। যন্ত্রপাতি কিনতে সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে চাহিদা বেড়ে যাওয়া অনেকের জন্য সুযোগ হিসেবে হাজির হয়েছে। বিশ্বের বৃহত্তম কন্ট্রাক্ট চিপ উৎপাদনকারী তাইওয়ানের টিএসএমসি বছরের তৃতীয়ার্ধে প্রায় ১৪ শতাংশ মুনাফা অর্জন করেছে। বৈশ্বিক চিপ সংকট কাটিয়ে উঠতে টিএসএমসি ও তাইওয়ান মূল কেন্দ্রে পরিণত হয়েছে। অবশ্য তাইওয়ান নিজেও স্মার্টফোন, ল্যাপটপ ও ভোক্তা যন্ত্রপাতি উৎপাদনে সংকটে পড়েছে।

টয়োটা মোটর করপোরেশনের মতো কিছু কোম্পানি পুনরায় উৎপাদন শুরু করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিটি আশা করছে মহামারিতে আটকে যাওয়া চালানগুলো হয়ত ডিসেম্বরে সরবরাহ করতে পারবে।

/এএ/এফএ/
সম্পর্কিত
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে ১৬
সর্বশেষ খবর
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের