X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিনিয়রের নাম ধরে ডাকায় কুবি ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

কুবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১৫:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৫:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রিয়াজুল ইসলাম বাঁধন ১২তম ব্যাচের সোহাগ নামের এক ছাত্রলীগ কর্মীকে ‘তুমি’ বলে সম্বোধন করেন। এতে ১২তম ব্যাচের সোহাগ, শাফী, ওয়াকিল ও আবিরসহ কয়েকজন বাঁধনকে হলের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে হুমকি ও মারধর করে।

বাঁধন জানান, ‘সোহাগ ভাইয়ের নাম ধরে ডাকায় শাফী ভাই, সোহাগ ভাই, আবির ভাই ও ওয়াকিল ভাইসহ কয়েকজন আমাকে চেয়ারের সঙ্গে গামছা দিয়ে বাঁধেন। এরপর বেল্ট দিয়ে পেটাতে থাকেন। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে আমার বন্ধুরা এসে গাড়িতে তুলে দিলে আমি হল থেকে বাড়ি চলে আসি।’

মারধরের ঘটনা অস্বীকার করে ওয়াকিল বলেন, ‘তাকে (বাধন) রুমে নিয়ে মারধরের প্রশ্নই আসে না। সিনিয়রের নাম ধরে ডাকায় হলের বারান্দায় তাকে একটু শাসানো হয়েছিল।’ 

আবির ও সোহাগ জানান, ‘বাঁধন অনেক আগে থেকেই সিনিয়রদের সঙ্গে উগ্র আচরণ ও বেয়াদবি করছিলো। আমরা সিনিয়র হিসেবে তাকে শুধু বুঝিয়েছি। মারধরের প্রশ্নই আসে না। বরং তাকে বুঝিয়ে কোকও খাইয়েছি৷ তাকে মারধর করলে তো হলের সবাই জানার কথা।’

বাঁধনকে শাসানোর জেরে বৃহস্পতিবার রাতে ১১টার দিকে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাফীকে ২০০৪ নম্বর কক্ষের দরজা আটকে মারধর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। মারধরের খবর পেয়ে সহপাঠীরা কক্ষের দরজা ভেঙে শাফীকে উদ্ধার করেন।

শাফী বলেন, ‘তারা সিনিয়রদের গায়ে হাত তুলেছে। সাংগঠনিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দত্ত হলের ইতিহাসে যা কোনও দিন হয়নি, তারা তা করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারা হলে থাকার যোগ্য না। আমি তাদের বোঝাতে গিয়েছিলাম। কিন্তু তারা আমাকে মারধর করেছে। ইলিয়াস ভাই, মাজেদ ভাই (শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত নেবেন, আমরা তা মেনে নেবো।’

১৩তম ব্যাচের চার শিক্ষার্থী বলেন, ‘আমরা কাউকে মারধর করিনি। শুধু বন্ধুকে মারধরের কারণ জানতে ওই কক্ষে গিয়েছিলাম। কথা কাটাকাটি থেকে পরে উত্তেজনা ছড়িয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা বলছে, এ ঘটনায় দুই ব্যাচ মারমুখী হয়ে উঠলে শাখা ও দত্ত হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সংঘর্ষে লিপ্ত দুই ব্যাচের শিক্ষার্থীদের মারধর করে। এরপর বিচারের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের কক্ষে নিয়ে গিয়ে সেখানেও মারধর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত বলেন, ‘আমি শুনেছি, দুই ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে সাংগঠনিকভাবে মীমাংসা করে দিয়েছি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘১৩তম ব্যাচের শিক্ষার্থীরা ১২তম ব্যাচের শিক্ষার্থীদের সাথে বেয়াদবি করবে, সেটা অপ্রত্যাশিত।’

কক্ষে নিয়ে বিচারের নামে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘সংগঠন অনেক বড়। আমরা একটি পরিবারের মতো। এখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আমরা তা সমাধান করি। আজকেও আমরা সমাধান করেছি। অপরাধের মাত্রা বুঝে সামনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। যদি হলে এমন কোনও ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন