X
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:৫২

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ শেষ হচ্ছে। বিকাল ৩টা থেকে শুরু হয় বিসর্জন। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে বিজয়ের আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল চারটার পর রাজধানীর সদরঘাটের ওয়াইজঘাটে দেবী দুর্গার বিসর্জন শুরু হয়। করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরনের মঙ্গল কামনা ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়।

রাজধানীতে দুপুরের পর থেকেই একে একে আসতে থাকে প্রতিমা বহনকারী বিভিন্ন শোভাযাত্রা। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিমাগুলো নৌকায় করে নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গা নদীতে। তারপর মঙ্গলধ্বনি, উলুধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয় বুড়িগঙ্গায়। আবারও মঙ্গল বার্তা নিয়ে আগামী বছর যেন মা দুর্গা আগমন করেন, বিসর্জনকালে সেই প্রার্থনা করেন ভক্তরা।

বিকালে বুড়িগঙ্গার ওয়াইজঘাটে শাহজাহানপুর থেকে আসা বাংলাদেশ রেলওয়ে পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। পর আসে অন্যান্য পূজামণ্ডপের প্রতিমা।

বিসর্জনের আয়োজনের সঙ্গে আসা শাঁখারী বাজারের বাসিন্দা অঞ্জনা চৌধুরী বলেন,  মা দেবী দুর্গা যেন সবাইকে ভালো রাখেন। তিনি যেন পুরো পৃথিবীকে ভালো রাখেন। অশুভ শক্তির বিনাশ করেন। পাশাপাশি তিনি যেন দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। এটাই আমাদের প্রার্থনা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত জানান, আজ জুমার দিন হওয়ায় দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিসর্জনের জন্য কোনও প্রতিমা মণ্ডপ থেকে বের হয়নি।

হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীর কাছে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর ঢাকা মহানগরীতে  ২৩৮টি মণ্ডপে পূজা হয়েছে। গত বছরের মতো এ বছরও মহামারি করোনাভাইরাসের কারণে বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না।

এর আগে গত ৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপ সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৮টিতে। যা গত বছরের চেয়ে এক হাজার ৯০৫টি বেশি। আর ঢাকা মহানগরে পূজা মণ্ডপের সংখ্যা ২৩৮টি, যা গত বছর থেকে ৪টি বেশি।

/এসএস/এমএস/এমওএফ/

সম্পর্কিত

পূজামণ্ডপে কোরআন রাখা যুবকের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ

পূজামণ্ডপে কোরআন রাখা যুবকের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ

পূজামণ্ডপে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

পূজামণ্ডপে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

রাজধানীতে বিজয়া দশমী (ফটোস্টোরি)

রাজধানীতে বিজয়া দশমী (ফটোস্টোরি)

দোলায় চড়ে দুর্গা বিদায় নেবেন আজ

দোলায় চড়ে দুর্গা বিদায় নেবেন আজ

সর্বশেষসর্বাধিক

লাইভ

পূজামণ্ডপে কোরআন রাখা যুবকের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ

পূজামণ্ডপে কোরআন রাখা যুবকের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ

পূজামণ্ডপে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

পূজামণ্ডপে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

রাজধানীতে বিজয়া দশমী (ফটোস্টোরি)

রাজধানীতে বিজয়া দশমী (ফটোস্টোরি)

দোলায় চড়ে দুর্গা বিদায় নেবেন আজ

দোলায় চড়ে দুর্গা বিদায় নেবেন আজ

রাজধানীতে দুর্গোৎসব (ফটোস্টোরি)

রাজধানীতে দুর্গোৎসব (ফটোস্টোরি)

আজ মহানবমী, মণ্ডপে বিদায়ের সুর

আজ মহানবমী, মণ্ডপে বিদায়ের সুর

দুর্গোৎসবে মুখর পুরান ঢাকা

দুর্গোৎসবে মুখর পুরান ঢাকা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

দেবী আসবেন ঘোড়ায় চড়ে

দেবী আসবেন ঘোড়ায় চড়ে

মা দুর্গা দেশ-জাতির জন্য মঙ্গল বয়ে আনুক: দ্বোরাইস্বামী

মা দুর্গা দেশ-জাতির জন্য মঙ্গল বয়ে আনুক: দ্বোরাইস্বামী

সর্বশেষ

২৯ জনের সরকারি চাকরির সুযোগ

২৯ জনের সরকারি চাকরির সুযোগ

এক কেজি চাল উৎপাদনে খরচ ৩৩ টাকা, বিক্রি ৫২

এক কেজি চাল উৎপাদনে খরচ ৩৩ টাকা, বিক্রি ৫২

আজ সারাদিনই ঝরতে পারে বৃষ্টি

আজ সারাদিনই ঝরতে পারে বৃষ্টি

বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো কলেজছাত্রের

বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো কলেজছাত্রের

এদিন ভারতের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ

এদিন ভারতের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ

© 2021 Bangla Tribune