X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
আইপিএল ফাইনাল

রাসেল নন, ফাইনালে সাকিবকে নিয়েই খেলছে কলকাতা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৯:৪৮আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:০০

আইপিএল ফাইনালে সাকিব আল হাসানের খেলা নিয়ে এক রকম সংশয় ছিল। ফিট হলেই খেলার কথা ছিল আন্দ্রে রাসেলের! কিন্তু টসের পর মরগান জানালেন, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ একাদশে থাকছেন সাকিব। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে তারা।

কলকাতা অধিনায়ক ইয়ন মরগান আরও জানিয়েছেন, উইকেট তার কাছে ভালো মনে হয়েছে। কিন্তু শিশির একটা প্রভাব রাখতে পারে।   

সংযুক্ত আরব আমিরাতে কলকাতার জন্য সুবর্ণ সুযোগ তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরার। পরিসংখ্যানও কথা বলছে তাদের হয়ে। আইপিএলের ফাইনালে দলটি যতবারই উঠেছে, ততবারই শিরোপা ঘরে তুলেছে। দুইবার ফাইনাল খেলে দুবারই জিতেছে শিরোপা। ফলে কেকেআর তৃতীয় শিরোপা জয়ের খোঁজে মাঠে নামছে।

বিপরীতে ফাইনাল হারের রেকর্ড চেন্নাইয়ের চেয়ে বেশি কারও নেই টুর্নামেন্টে। এবারসহ নবমবার শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু শিরোপা জিতেছে মাত্র তিনটি। তাই তাদের লক্ষ্য চতুর্থ শিরোপা।

ফাইনালে চেন্নাই-কলকাতা এর আগেও মুখোমুখি হয়েছিল। শিরোপা নির্ধারণী মঞ্চে দল দুটি খেলেছিল ২০১২ সালে। সেবারের লড়াইয়ে চেন্নাইয়ের হৃদয় ভেঙে উৎসব করেছিল কলকাতা। এবারের লড়াই জিতবে কে, জানা যাবে আজই!

কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটকিপার), সাকিব আল হাসান, সুনীল নারিন, শিবম মাবি, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসন।

চেন্নাই একাদশ: ঋতুরাজ গায়কোয়ার, ফাফ ‍দু প্লেসি, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইয়ুদু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জশ হ্যাজেলউড।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
রান উৎসবের ম্যাচে হায়দরাবাদের কাছে হারলো মুম্বাই
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!