X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হাসপাতালে চিকিৎসক পরিচয়ে রোগীর মোবাইলফোন চুরি

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১০:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১০:০০

ময়মনসিংহ মহানগরীর আলকেমি প্রাইভেট হাসপাতালে অভিনব কায়দায় চিকিৎসক সেজে কেবিনে ঢুকে রোগীর মোবাইলফোন চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে আলকেমি প্রাইভেট হাসপাতালের ৫১০ নম্বর কেবিনের রোগী মাসুমা খাতুনের ওপপো অ্যান্ড্রয়েড মোবাইলফোন সেট চুরির ঘটনা ঘটে।

এ ধরনের ঘটনা আরও বেশ কয়েকটি এই প্রাইভেট হাসপাতালে ঘটেছে। চিকিৎসক সেজে এ ধরনের চুরির ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অন্যান্য রোগী ও তাদের স্বজনেরা।

মাসুমার স্বামী ফয়েজ উদ্দিন বলেন, আমার স্ত্রী সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মহানগরীর চরপাড়া আলকেমি প্রাইভেট হাসপাতালে ৫১০ নম্বর কেবিনে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে আমাদের সন্তান পৃথিবীতে আসে। শুক্রবার সন্ধ্যায় আমার অনুপস্থিতিতে দু'জন ব্যক্তি অভিনব কায়দায় চিকিৎসক পরিচয় দিয়ে কেবিনে ঢুকে রোগীর খোঁজখবর নেন, হাত ধরে পালস দেখেন এবং সময়মতো ওষুধ খেয়েছেন কিনা এসব জানতে চান।  একপর্যায়ে রোগীর পাশে থাকা মোবাইলফোন সেটটি একজন হাতে নিয়ে বলেন মোবাইলের মেসেঞ্জারে আরও একটি ওষুধ লিখে দিতে হবে। এভাবে মোবাইলফোন সেটে ওষুধের নাম লিখতে গিয়ে আস্তে আস্তে দরজা খুলে ওই দুই ব্যক্তি বের হয়ে পড়েন। পেছনে পেছনে রোগীর লোকজন এসেও তাদেরকে আর খুঁজে পাননি।

তিনি আরও জানান, ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সিসি ক্যামেরায় চিকিৎসক সেজে আসা ব্যক্তিদের দেখতে পান, কিন্তু মুখে মাস্ক পরে থাকার কারণে তাদেরকে শনাক্ত করা যায়নি। 

এর আগেও আরও বেশ কয়েকটি এ ধরনের ঘটনা ঘটেছে স্বীকার করে আলকেমি প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি বলেন, চুরির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছিল কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবারে চিকিৎসক সেজে রোগীর মোবাইলফোন চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ ইন্সপেক্টর তদন্ত ফারুক হোসেন জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সম্পর্ক জোড়ালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোড়ালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান