X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বৃষ্টি উপেক্ষা করে সোনাপাহাড়ে ৩ জনের জানাজায় হাজারো মানুষ

মোহাম্মদ ইউসুফ, মিরসরাই
১৬ অক্টোবর ২০২১, ১০:৫৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১০:৫৫

আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত মো. মোস্তফা ওরফে মোস্তফা সওদাগর (৫৬), স্ত্রী জোস্না আরা (৪৫) ও মেঝো ছেলে আহমেদ হোসেনের (২৫) জানাজায় বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ অংশ নিয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়েনের মধ্যম সোনাপাহাড় গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে এসে পৌঁছায়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যা পেরিয়ে রাত যখন আটটা তখন জানাজার পূর্ব মুহূর্তে বিদ্যুৎ চমকানির সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। এ অবস্থায় তিনটি খাটিয়ায় জানাজাস্থলে পৌঁছে বাবা, মা আর ছেলের লাশ। নিহত মোস্তফা সওদাগর ও তার ছেলে আহমদ হোসেন স্থানীয় সোনাপাহাড় গ্রামের জোরারগঞ্জ বাজারে মুদি দোকানি ছিলেন। এ কারণে এলাকায় সর্বমহলে পরিচিত ছিলেন তারা। জানাজায় অংশ নেওয়া সবার একটাই দাবি ছিল ঘাতক সাদেক হোসেনের যেন সর্বোচ্চ শাস্তি হয়। বৃষ্টি উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

সোনাপাহাড় গ্রামের বাসিন্দা জহিরুল হক বলেন, আমার বয়সে একসঙ্গে তিন জনের জানাজা পড়া হয়নি। আমাদের গ্রামেও তিন জনের জানাজা একসঙ্গে কখনও হয়নি। তাও আবার একই পরিবারের। সামান্য সম্পত্তির জন্য আপন ছেলের হাতে বাবা, মা আর সহোদর ভাইয়ের হত্যা মেনে নেওয়ার মতো না।

প্রসঙ্গত, বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টায় জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়িতে মো. মোস্তফা মিয়া, স্ত্রী জোস্না আরা ও তাদের ছেলে আহম্মদ হোসেনকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠে বড় ছেলে সাদেক হোসেনের বিরেুদ্ধ। বসত বাড়ির ১২ শতক জমির মধ্যে চার শতক জমি মেঝো ভাই আহমদ হোসেনকে রেজিস্ট্রি করে দেওয়ায় বাবা মোস্তফা ও মা জোস্না আরার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সাদেক হোসেনের। এছাড়া তার স্ত্রী আইনুর নাহারকেও বিভিন্নভাবে নির্যাতন করা নিয়ে বাবা, মা আর ভাইয়ের প্রতি ক্ষোভ ছিল সাদেকের। এদিকে বাবা, মা ও ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই সাদেক হোসেনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেছে ছোট বোন জুলেখা। হত্যা মামলায় সাদেক হোসেনকে আদালতে পাঠানোর পর শুক্রবার সন্ধ্যায় সে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দেন।

/টিটি/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অটোরিকশাচালককে হত্যা: দুজনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক