X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নয়: তালেবান

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ২০:২৯আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:২৯

সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর নিষিদ্ধ করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

তালেবান মুখপাত্র বলেন, অপরাধীদের শাস্তি প্রকাশ্যে কার্যকর করা নিষ্প্রয়োজন। সর্বোচ্চ আদালত যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং মরদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ না দেন, তাহলে এই শাস্তি এভাবে দেওয়ার সুযোগ নেই। তবে আদালত যদি অপরাধীদের প্রকাশ্যে শাস্তি দিতে বলেন, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা পালন করতে হবে।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, সাজাপ্রাপ্তদের অপরাধের বিষয়টি জনসমক্ষে ব্যাখ্যা করতে হবে, যাতে লোকজন ওই অপরাধ সম্পর্কে সচেতন হতে পারে।

গত সেপ্টেম্বরে চার সন্দেহভাজন অপহরণকারীকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ হেরাত শহরের রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখে তালেবান সদস্যরা। একজন ব্যবসায়ী এবং তার ছেলেকে জিম্মি করার অভিযোগের পর বন্দুকযুদ্ধে ওই ব্যক্তিরা নিহত হয়। ওয়াজির আহমাদ সিদ্দিকি নামের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, চারটি মৃতদেহ মোড়ে আনা হয়। একটি সেখানে ঝুলিয়ে রাখা হয় এবং বাকি তিনটি মরদেহ প্রদর্শনের জন্য শহরের অন্যান্য মোড়ের দিকে নিয়ে যাওয়া হয়। হেরাতের ডেপুটি গভর্নর মৌলভী শাইর বলেন, অপহরণের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই মৃতদেহগুলো এভাবে ঝুলিয়ে প্রদর্শন করা হয়েছে।

হেরাত শহরের ওই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তালেবান মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত এ ধরনের ঘটনার রাশ টানবে বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!