X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শেয়ার বিক্রির চাপে বড় দরপতন  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৬:৩২আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৬:৩২

বিক্রেতাদের শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ অক্টোবর) দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমেছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৯৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দামও। এর ফলে টানা পাঁচ দিন পুঁজিবাজারে দরপতন হয়েছে।  বিশেষ করে অতিমূল্যায়িত কোম্পানির শেয়ারের দাম এখন কমতে শুরু করেছে। এই দুই কারণে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আর দরপতনে বিনিয়োগকারীদের মাঝে বাজার নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে। তারা হঠাৎ করেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে সাতটির, আর অপরিবর্তিত  রয়েছে সাতটির। এর বিপরীতে বিমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৪৮টির। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২১টির। বস্ত্র খাতের ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে সাতটি প্রতিষ্ঠানের। এদিকে দাম কমেছে ওষুধ, রসায়ন এবং বিদ্যুৎ জ্বালানি খাতসহ প্রায় সব খাতের শেয়ারের। 

ফলে রবিবার ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৩৭ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার ১৪৮টি শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে ৭ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৬ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ৭০৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকা। অর্থাৎ, আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ার। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

এদিকে  পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমেছে। সূচক এখন ২১ হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন করা ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’