X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুই ভাই-ই চান চেয়ারম্যান পদ 

পঞ্চগড় প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১২:১১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:১১

আপন দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে জমে উঠেছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন। বড়ভাই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামু এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে ছোটভাই মো. শেখ কামাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। দুই ভাই-ই নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী। আপন দুই ভাইয়ের ভোটযুদ্ধ নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে ব্যাপক আলোচনা। ১১ নভেম্বর তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারিখ নির্ধারণ করা হয়েছে। 

এলাকাবাসী ও দুই প্রার্থীর স্বজনেরা জানান, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদ চলছে। ফলে কেউই কাউকে ছাড় দিতে রাজি না। একই পরিবার থেকে দুই ভাইয়ের লড়াইয়ের কারণে বিপাকে পড়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীরা। 

চেয়ারম্যানপ্রার্থী কামরুজ্জামান কামু বলেন, গত ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। গতবারও চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তবে মাত্র ৬৩ ভোটে পরাজিত হই। আমি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর দাবির মুখে এবারও নির্বাচনে অংশ নিয়েছি। ছোটভাই প্রার্থী হবেন বিষয়টি তিনি পরিবারের কারও সঙ্গে আগে আলোচনা করেননি বলে দাবি করেন তিনি। 
 
তবে ছোটভাই ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শেখ কামাল বলেন, দলীয়ভাবে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। পারিবারিক কোন্দলের কারণে বড়ভাই প্রার্থী হতে পারেন বলে জানান তিনি। 

তিনি দাবি করেন, দলীয় প্রতীক পাবো এবং আমি নির্বাচনে প্রার্থী হবো বিষয়টি আমি কর্মী-সমর্থক ও পরিবারের সদস্যদের আগেই জানিয়েছিলাম। কিন্তু তারপরও বড়ভাই প্রার্থী হয়েছেন।
 
তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আলী হোসেন জানান, বুড়াবুড়ি ইউনিয়নে দুই ভাই ছাড়াও আট জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৯ হাজার ১২৬ জন। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়