X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েও দুশ্চিন্তায় মোস্তাকিম

রাজশাহী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৫:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:২৭

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম হয়েছেন মোস্তাকিম আলী। এই ইউনিটের গ্রুপ-৩-এ ৮০ দশমিক ৩০ নম্বর পেয়ে তিনি প্রথম হন। কিন্তু ভর্তি নিয়ে তার কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে।

রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় মিশনপাড়া এলাকায় মোস্তাকিমের বাড়ি। বাবা শামায়ুন আলী পেশায় কাঠমিস্ত্রি। পঞ্চম শ্রেণি পাসের পর থেকে বাবার সঙ্গে কাজের পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনা।

মা জোসনা বেগমের দুই ছেলে ও মেয়ের মধ্যে সবার বড় মোস্তাকিম। সংসারে অভাবের কারণে মেজো ভাই আজিজুল হক পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করছেন। ছোট বোন ফাহিমা খাতুন মুণ্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অনেক কষ্টে দুই ছেলেমেয়েকে লেখাপড়া করাচ্ছেন শামায়ুন। তবে উচ্চ শিক্ষার প্রবেশদ্বারে পৌঁছে যাওয়া ছেলের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় তিনি।

মোস্তাকিম আলী বলেন, ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে আন্তরিক তার বাবা-মা। গ্রামের কৃষক ঘরের সন্তান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মামুন আলীকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। আর্থিক সঙ্কটের কারণে কোনও ভর্তি কোচিং বা স্পেশাল প্রাইভেটে পড়ার সুযোগ হয়নি। তবে অনলাইনে বিভিন্ন কোচিং সেন্টারে ফ্রি ক্লাস করেছেন। পেয়েছেন কলেজ শিক্ষকদের সহযোগিতা। এভাবেই ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছেন তারা।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে প্রথম হয়ে ভালো লাগছে। কিন্তু ভর্তি ও পরবর্তী খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি। এখনও ভর্তির টাকা জোগাড় হয়নি।

শামায়ুন আলী বলেন, পড়ালেখার প্রতি মোস্তাকিমের আগ্রহ ছিল। তাই কষ্ট হলেও তার পড়াশোনায় উৎসাহ দিয়ে গেছি। স্কুল ও কলেজের শিক্ষকরাও তাকে সহযোগিতা করেছেন। তার সাফল্যে আমি গর্বিত।

তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়েয় সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, মোস্তাকিম তার স্কুলের ভালো ও মেধাবী ছাত্র। কলেজের শিক্ষকদের সঙ্গে তার ভালো সর্ম্পক ছিল। একটা বিষয়ে বুঝতে না পারলে বারবার শিক্ষকদের থেকে বুঝে নিতো।

তিনি জানান, মোস্তাকিমের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। এ কারণে কলেজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার খবর পেয়ে মন্ডুমালা পৌর মেয়র তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদিন বলেন, কলেজের পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষকরা শিক্ষার্থীদের নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। এ কারণে অনেকেই এখন ভালো করছে। মোস্তাকিমের এই সাফল্যে অনেক খুশি তারা।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
প্রকৌশলীদের গাফিলতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদে ধস
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন