X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৪১ বছর পর ফিরলেন মিনতি

কামাল মৃধা, নাটোর
১৮ অক্টোবর ২০২১, ১৬:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫৮

ঘুরতে বেরিয়ে ছয় বছর বয়সে হারিয়ে যায় শিশুটি। বাবা-মায়ের ঠিকানা হারানো শিশুটিকে কাছে টেনে নেন এক হৃদয়বান ব্যক্তি। সেখানে বড় হয়। এরপর বিয়ে দেয় ওই পরিবার। গড়ে ওঠে নতুন ঠিকানা। স্বামী-সন্তান নিয়ে সুখে থাকলেও বুকের মধ্যে ছিল জন্মস্থান এবং বাবা-মাকে ফিরে পাওয়ার কষ্ট। অবশেষে ৪১ বছর পর খুঁজে পেলেন আপন ঠিকানা, স্বামী-সন্তান নিয়ে ফিরলেন বাবা-মায়ের কাছে।

বলছিলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম এলাকার বাছের আলীর মেয়ে মিনতির কথা। রবিবার (১৭ অক্টোবর) বিকালে বাড়ি ফেরেন। তাকে দেখতে জড়ো হন প্রতিবেশীরা। আবেগাপ্লুত হন স্বজনরাও।

মিনতির বড় ভাই তাছের আলী জানান, তারা চার ভাইবোন। মিনতি সবার ছোট। ছয় বছর বয়সে চাচাতো বোন জামাইয়ের সঙ্গে ময়মনসিংহে বেড়াতে যান মিনতি। সেখানে বোন জামাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে রেলস্টেশনে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তাছের আলী বলেন, সেদিন মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তি মিনতিকে বাসায় নিয়ে যান। সেখানে বড় হয় মিনতি। পরে তাকে গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী বোরহান উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বর্তমানে মিনতি চার সন্তানের জননী। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। এক মেয়ে বাসায় থাকে। বহু বছর পর বোনকে ফিরে পেয়ে আমরা আনন্দিত।

যেভাবে পরিবারের খোঁজ পেলেন মিনতি

মিনতিকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকার বাসিন্দা শাহরুখ নয়ন। তিনি চাপিলা ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আলীর ছেলে। ঢাকা কলেজে পড়াশোনা করেন তিনি।

তিনি বলেন, ঢাকায় পড়াশোনা করা অবস্থায় মিনতির মেয়ের জামাইয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়ের জামাইয়ের কাছে শুনি মিনতির জীবনের গল্প। তখন মিনতির সঙ্গে কথা বলে জানতে পারি রাজশাহীর কাছিকাটা গ্রামে তার বাড়ি। এটুকু ছাড়া কিছুই বলতে পারেননি। মিনতি যখন হারিয়ে যান তখন বৃহত্তর রাজশাহী জেলা ছিল। যেহেতু আমার উপজেলায় কাছিকাটা গ্রাম, সেহেতু কাছিকাটা গ্রামে গিয়ে মিনতির বর্তমান ছবি, মোবাইল নম্বর দিয়ে লিফলেট বিতরণ করি। এভাবে খোঁজাখুঁজি করতে করতে রানীগ্রাম থেকে একদিন মিনতির কাছে ফোন যায়। মিনতি মোবাইল ফোনে তাদের সঙ্গে কথা বলেন। তখন ছোটবেলার কিছু স্মৃতির সূত্র ধরে আপন ঠিকানার সন্ধান পান। এরপর মিনতিকে তার পরিবারের কাছে নিয়ে আসি। তখন তারা নিশ্চিত হন মিনতি তাদের স্বজন।

মিনতি বেগম বলেন, ৪১ বছর পর নিজ ঠিকানা, মা-বাবা ও ভাইবোনের দেখা পাবো কল্পনাও করিনি। মা-বাবার কাছে ফিরতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে সহযোগিতার জন্য শাহরুখ নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

মিনতির বাবা বাছের আলী বলেন, মিনতি আমার খুব আদরের মেয়ে। তাকে হারিয়ে তার মা পাগলপ্রায় হয়ে যায়। দীর্ঘদিন খোঁজাখুঁজি করে পাইনি। একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। সে যখন ফিরে এলো তখন আমি অসুস্থ। তবে মেয়ে ফিরে আসায় আমরা আনন্দিত।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর ও অপহরণ, পরিচয় মিলেছে ১০ জনের
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!