X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘শেখ রাসেল শিশু-কিশোরদের কাছে ভালোবাসা ও অনুপ্রেরণার নাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৬:৫৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬:৫৮

শিশু শেখ রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা তার জীবনকে শুধু কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তার অবিকশিত অপার সম্ভাবনা, যা সুন্দর ও শান্তিময় বাংলাদেশ ও বিশ্ব করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারতো বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআরের সহকারী পরিচালক মো. রেজাউল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে শেখ রাসেল দিবস উদযাপন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৮ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতার কনিষ্ঠ সন্তান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল। বাঙালির হৃদয়জুড়ে রয়েছে শিশু শেখ রাসেল। শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোরদের সকলের কাছে ভালোবাসা ও অনুপ্রেরণার নাম‌।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমাদের ছোট রাসেল সোনা’সহ শেখ রাসেলকে নিয়ে লেখা বেশকিছু বই বিএনসিসি ক্যাডেট ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা প্রধানদের হাতে তুলে দেন প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা শেখ রাসেল সম্পর্কে আবেগঘন আলোচনা করেন। আলোচনা সভা শেষে শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং অন্যান্য শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আইএসপিআর পরিদফতরে শেখ রাসেল দিবস পালিত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ওপর আলোচনা ও তার আত্মার শান্তি কামনা করে শেখ রাসেল দিবস পালন করা হয়‌। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ শেখ রাসেল দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরিদফতরের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা