X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভাতিজাকে নিয়ে স্ত্রীর প্রেমিককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৭:১০আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:১৫

নারায়ণগঞ্জের ফতুল্লার নয়াবাজার এলাকায় অটোরিকশাচালক হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের বাগাতিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‍্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মো. আব্দুল মজিদ (৩৭) ও অংশগ্রহণকারী মো. মজজেম হোসেন (২৮)।

তানভীর পাশা জানান, ১৬ অক্টোবর অটোরিকশাচালক সুজন ফকিরের (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে নিহতের ছেলে সজিব ফকির ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

হত্যার মূল পরিকল্পনাকারী আব্দুল মজিদের স্ত্রীর সঙ্গে নিহত সুজনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ কারণে সম্প্রতি মজিদ ও তার স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত ৫ অক্টোবর আব্দুল মজিদের স্ত্রী কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুজির পর স্ত্রীকে না পেয়ে তার সন্দেহ হয়, সুজন ফকিরের হেফাজতে রয়েছে সে। তখন ভাতিজা মজজেমকে নিয়ে সুজনকে হত্যার পরিকল্পনা করেন মজিদ। 

পরিকল্পনা মতো মজজেমকে নারায়ণগঞ্জ যাওয়ার কথা বলেন মজিদ। মজজেম নাটোর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় তার খালাতো ভাই হাসানকে (২২) সঙ্গে নিয়ে আসেন। হত্যাকাণ্ডের আগের রাতে মজজেম ও হাসান নারায়ণগঞ্জে আসেন এবং ঘটনার দিন সকালে সুজনের এলাকায় যান। মজিদ মোবাইল ফোনে মজজেমের সঙ্গে দেখা করতে বলেন সুজনকে। দেখা করতে এলে কথা আছে বলে অটোরিকশাযোগে অন্যত্র রওনা দেন তারা। যাওয়ার পথে নয়াবাজার এলাকায় চলন্ত অটোরিকশায় মজজেম সামনে বসা সুজনের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান।

তানভীর পাশা আরও জানান, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী আরেক সদস্য হাসান আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ভাড়াটিয়ার খাটের নিচ থেকে ইমামের স্ত্রীর মরদেহ উদ্ধার
তালাবদ্ধ ঘরে নারীর গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল রক্তমাখা বঁটি
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা