X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ২০:২১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২০:৪৮

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি বিনষ্ট করা এবং সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে উদ্দেশ্যমূলক কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে সম্পত্তি বিনষ্ট ও সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এ ঘটনাগুলো ঘটিয়েছে বলে আমরা অনুমান করছি। আশা করি অনুমান সত্যি হবে। তবে আমরা নিশ্চিত হয়ে আপনাদের বলবো।’

সোমবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন।

ঘটনা গোয়েন্দা সংস্থা কি আঁচ করতে পারেনি—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি রংপুরের ঘটনা নিয়ে বলতে চাই। এ ঘটনাটি উদ্দেশ্যমূলক কিনা, করা ঘটিয়েছে, সেটা বের করতে আরও একটু সময় দিতে হবে। আমাদের লোক সেখানে কাজ করছে। র‌্যাব, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ সবাই কাজ করছে। ফেসবুকের লিংকগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি।’

ঘটনা সম্পর্কে শিগগিরই জানা যাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামু, ভোলা ও নাসিরনগরে এ ধরনের ঘটনা দেখেছি। এগুলো হয়েছে সোশ্যাল মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাগুলো ঘটিয়েছে। তাদের মূল উদ্দেশ্য আমাদের এই চেতনা থেকে সরিয়ে দেওয়া এবং দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করা। কয়েকজন ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালাচ্ছে। ’

কুমিল্লার বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা খুব শিগগিরই জানাবো। আমরা খুব কাছাকাছি আছি। কুমিল্লার ঘটনাটা উদ্দেশ্যমূলক করা। বিশৃঙ্খলা, অরাজক পরিস্থিতি ও আমাদের মধ্যে ভাঙন সৃষ্টির জন্য এটা একটা কৌশল ছিল। কিন্তু অনেকেই এখানে না বুঝে অনেক কিছু করে ফেলেছেন।’

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘সেখানে চারটি নিরীহ প্রাণ বিসর্জন দিয়েছে। নোয়াখালীতে নামাজ হয়ে গিয়েছিল, মুসল্লিরা চলেও গিয়েছিল, নিরাপত্তা বাহিনীর সদস্যরা খাবার খাচ্ছিল, এমন সময় কয়েকটি জায়গা থেকে টিনএজ বয়সের কিছু ছেলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘নোয়াখালী, কুমিল্লা, হাজীগঞ্জে যা ঘটেছে তা একসূত্র হিসেবে ধরে নিয়েছি। এগুলোর পেছনে মুষ্টিমেয় কিছু ব্যক্তি রয়েছে। এরইমধ্যে সন্দেহজনক লোকদের চিহ্নিত ও গ্রেফতার করেছি। কনফার্ম হয়ে সবাইকে জানাবো। এর জন্য কিছু সময় লাগবে।’

অন্য সম্প্রদায়ের ধর্মগ্রন্থ অবমাননার মানসিকতা দেশের মানুষের নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কুমিল্লার ঘটনা সুনিশ্চিতভাবে সাজানো। আমি আবারও বলছি, কোনও সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থ এনে অপমান করবে, এ ধরনের মনমানসিকতা বাংলাদেশের মানুষের নেই। কেন হচ্ছে, কেন করাচ্ছে, সেগুলো নিয়ে প্রশ্ন জাগছে, সেটাই আপনাদের খোলাসা করে জানাবো। এ জন্য আমাদের আরও একটু সময় প্রয়োজন।’

 

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা