X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মারামারি করলেন ইউপি চেয়ারম্যান ও তহশিলদার

বরিশাল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ২২:৪৩আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:৪৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও তহশিলদার হুমায়ন কবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে দেহেরগতি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এতে হুমায়নের মাথা ফেটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেহেরগতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান স্কুলের নামের জমি নামজারি করান। এরপর দাখিলা দেওয়ার জন্য তহশিলদার হুমায়ন কবিরের কাছে অনুরোধ করেন। কিন্তু হুমায়ন কোনোভাবে দাখিলা দিতে রাজি হননি। প্রধান শিক্ষক তাকে বোঝান, এ কাগজ ঢাকায় সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। তা না হলে স্কুলের বড় ক্ষতি হবে। কিন্তু কোনোভাবে তহশিলদার দাখিলা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তহশিলদার বলেন, ‘আপনার মতো প্রধান শিক্ষক আমি ঘাস কাটতেও রাখি না’। এ কথা বলার পর ওই শিক্ষক উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় দুই জনের চিৎকার শুনে পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদে থাকা চেয়ারম্যান মশিউর রহমান সেখানে ছুটে আসেন।

প্রধান শিক্ষকের সঙ্গে অশ্লীল কথাবার্তা না বলার জন্য চেয়ারম্যান তহশিলদার হুমায়নকে অনুরোধ করেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গেও তহশিলদারের বাগবিতণ্ডা হয়। এতে দুই জনই মারামারিতে লিপ্ত হন। তহশিলদারের দাবি, চেয়ারম্যান আগে তাকে ঘুসি দিয়েছে। আর চেয়ারম্যানের দাবি, তহশিলদার তাকে আগে ঘুসি দিয়েছে। এক পর্যায়ে তহশিলদার তার বসার চেয়ার উঠিয়ে চেয়ারম্যানকে মারতে উদ্যত হন। তখন চেয়ারম্যানের সঙ্গে থাকা লোকজন তহশিলদারের ওপর চড়াও হয়। এতে তার মাথা ফেটে যায়।

হুমায়ন কবিরের অভিযোগ, চেয়ারম্যান মশিউর রহমানের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। তারা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন কি-না এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন।

চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘একজন প্রধান শিক্ষকের সঙ্গে এতটা খারাপ আচরণ কীভাবে করে আমার বোধগম্য নয়। আমি শুধু বলেছি, আপনি এতটা খারাপ ব্যবহার করছেন কেন। এতেই সে ক্ষুব্ধ হয়ে আমাকে ঘুসি মারেন। এরপর সে তার বসার চেয়ার উঠিয়ে আমার ওপর হামলা চালাতে গেলে ওই চেয়ারের আঘাতেই তার মাথা ফেটে যায়।’

এদিকে তহশিলদারকে উদ্ধারে বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গেলে তার বিরুদ্ধে এলাকাবাসী নালিশ জানান। তাদের অভিযোগ, তহশিলদার টাকা ছাড়া কোনও কাজ করে না। আর টাকা না দিলে খারাপ ব্যবহারসহ ঘোরাতে থাকেন। তাকে ওই অফিস থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে তহশিলদারকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তুচ্ছ ঘটনা ও ভুল বোঝাবুঝিতে এ ধরনের ঘটনা ঘটেছে। তাছাড়া তহশিলদার হুমায়ন রুক্ষ প্রকৃতির। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
মোংলা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
ব্রহ্মপুত্রের বালু বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!