X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত: স্পিকার

রংপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৫আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৫

রংপুরের পীরগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীদের অনেকেই ছিল বহিরাগত। তারা পেট্রোল সঙ্গে করে নিয়ে এসেছিল।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়া গ্রামে সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বটের হাট মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত মানুষ জানিয়েছেন, হামলার সময় অনেক বহিরাগত লোক ছিল। যাদের চেহারা এলাকার লোকজন চিনতে পারেননি। বহিরাগতদের অনেকের কাছে পেট্রোল ছিল। অবশ্যই এটা পূর্বপরিকল্পিত ঘটনা। তা নাহলে এ ধরনের নারকীয় তাণ্ডব ঘটার কথা নয়। পীরগঞ্জের মানুষ শান্তিপ্রিয় এ ধরনের ঘটনা কখনও হয়নি।’

তিনি বলেন, ‘এবার পূজাতেও পীরগঞ্জের ৯৮টি স্থানে অত্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। সেখানে সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত, উপজেলা প্রশাসন ও দলের সহায়তা ছিল।’

শিরীন শারমিন বলেন, ‘পূজার সময়ে কোনও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। কিন্তু পূজা শেষে হঠাৎ এ ধরনের নাশকতামূলক ঘটনা কীভাবে ঘটলো, এটার গোড়ায় আমাদের যেতে হবে। সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে হোতাদের গোড়া বের করা সম্ভব হবে।’ তিনি এ ধরনের ন্যক্কারজনক তাণ্ডবের তীব্র নিন্দা জানান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হয়েছে। চাল, ডাল একটি করে শাড়িসহ কম্বল বিতরণ ও তাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরবাড়ি নির্মাণ, অর্থ প্রদান, ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা করতে সহযোগিতা ও মন্দির নির্মাণ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী পীরগঞ্জের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।’

এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি