X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক উসকানি দিলে প্রতিরোধ করবে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৯:৪৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৯:৪৪

সাম্প্রদায়িক হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়। 

পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক উসকানি দিলে ছাত্রলীগ প্রতিরোধ করবে বলে সেখানে বলা হয়।

পথসভায় বক্তব্যকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন বলেন, ‘সারা বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এ দেশের পরাজিত শক্তিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া বানাতে চাচ্ছে। দেশকে তারা বিকিয়ে দিতে চায়। তারা ষড়যন্ত্রে লিপ্ত। গত কয়েকদিন আগে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার কথা বলে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। যারা গত কয়েকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা করেছে। আমি বিশ্বাস করি তারাই (দুষ্কৃতকারী) পূজামণ্ডপে কোরআন শরিফ রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু মুসলিম সবসময় সুখে দুঃখে বসবাস করে আসছে। যারা এসব পছন্দ করে না তারাই ষড়যন্ত্র করছে। আমরা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনও ধরনের সাম্প্রদায়িক উসকানি মেনে নেওয়া হবে না। যারা সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করবে আমরা তাদের প্রতিরোধ করবো।’

সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন