X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মোস্তাফিজের দারুণ ক্যাচে মেহেদীর উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ২৩:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:৩৬

প্রয়োজন ছিল একটি ব্রেক থ্রুর। শেখ মেহেদী হাসানের সৌজন্যে সেটি পেয়ে গেলো বাংলাদেশ। তবে তার উইকেট উদযাপনে আছে মোস্তাফিজুর রহমানের দারুণ ভূমিকা। এই পেসারের চমৎকার ক্যাচে বিদায় নিয়েছেন ওমান অধিনায়ক জিসান মাকসুদ।

আজ (মঙ্গলবার) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওমান। মেহেদীর আঘাতে ওমান হারিয়েছে তৃতীয় উইকেট। ১৫৪ রানের লক্ষ্যে তাদের স্কোর ১২ ওভারে ৩ উইকেটে ৮২ রান।

মাকসুদকে খুব বেশি বাড়তে দেননি মেহেদী। এমনিতেই একটু চাপে ছিলেন ওমান অধিনায়ক। বাংলাদেশি স্পিনারের বলে বাউন্ডারির আশায় শটস খেলতে চেয়েছিলেন। কিন্তু ডিপ স্কয়ার লেগে মোস্তাফিজের চমৎকার ক্যাচের শিকার হন। ফেরার আগে ১৬ বলে ১২ রান করেন ওমান অধিনায়ক।

মাহমুদউল্লাহ ক্যাচ ছাড়লেও দমে যাননি মোস্তাফিজ

দুই বল আগেই উইকেট উৎসব করতে পারতেন মোস্তাফিজুর রহমান। কিন্তু মাহমুদউল্লাহ ক্যাচ ছাড়লেন। হতাশা স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল মোস্তাফিজের চোখেমুখে। তবে দমে যাননি। ওই ওভারেই উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি পেসার।

ষষ্ঠ ওভারের প্রথম বলে যতীন্দর সিংকে ফেরাতে পারতো বাংলাদেশ। মোস্তাফিজের স্লোয়ারে বিগ হিট খেলতে চেয়েছিলেন ওমান ব্যাটার। কিন্তু বল তার ব্যাটের ওপরের দিকে লেগে উঠে যায়। পিচের কাছাকাছি জায়গায় অনেক উঁচুতে উঠেছিল বল। ক্যাচ নেওয়ার সুযোগ ছিল অন্তত তিনজনের। যদিও মাহমুদউল্লাহ নিজেই দায়িত্ব নিতে চাইলেন, কিন্তু পারলেন না। ছাড়লেন ক্যাচ।

তবে ওই ওভারের চতুর্থ বলেই উইকেট পেয়েছেন মোস্তাফিজ। যদিও যতীন্দরের নয়, বাঁহাতি পেসার তুলে নেন কাশ্যপ প্রজাপতির উইকেট। উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়ার প্রজাপতি ১৮ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ২১ রান।

মোস্তাফিজ এনে দিলেন প্রথম উইকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে। বাঁচা-মরার লড়াইয়ে ওমানকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। স্কোরটা খুব একটা বড় করতে না পারায় বোলিংয়ে দারুণ শুরুর প্রয়োজন ছিল। সেই শুরুটাই এনে দিলেন মোস্তাফিজ ‍রহমান। এই পেসার বাংলাদেশকে এনে দিয়েছেন প্রথম উইকেট।

বল হাতে তুলে নিয়ে প্রথম ডেলিভারি ওয়াইড দিলেন মোস্তাফিজ। তবে দ্বিতীয় ডেলিভারি, মানে প্রথম সঠিক ডেলিভারিতেই উইকেট তুলে নিলেন বাঁহাতি পেসার। আকিব ইলিয়াসকে এলবিডব্লিউ করে ফেরান। এই ব্যাটার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৬ বলে ৬ রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

বাংলাদেশের সংগ্রহ ১৫৩

নাঈম শেখ ও সাকিব আল হাসানের ইনিংস দুটি বাদ দিলে আবারও হতাশার ছবি বাংলাদেশের ব্যাটিংয়ে। নাঈম হাফসেঞ্চুরি পূরণ করে খেলেছেন ৬৪ রানের ইনিংস। আর সাকিব করেন ৪২ রান। এ দুজন ছাড়া কেবল মাহমুদউল্লাহই যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষেও তাই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে করেছে ১৫৩ রান।

দারুণ এক হাফসেঞ্চুরি করে ফিরেছেন নাঈম। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‍ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে ৫০ বলে করেছেন ৬৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান সাকিবের। রান আউট হওয়ার আগে ২৯ বলে ৬ বাউন্ডারিতে করেন ৪২ রান। আর শেষ দিকে ১০ বলে ১৭ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এছাড়া বাকি সবাই ব্যর্থ। কিছুই করতে পারেননি লিটন দাস (৬), শেখ মেহেদী হাসান (০), নুরুল হাসান সোহান (৩) ও আফিফ হোসেন (১)। আবারও ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। ৪ বলে মাত্র ৬ রান করে ফিরে যান। মোহাম্মদ সাইফউদ্দিন তো প্রথম বলেই ফিরে যান খালি হাতে। শেষ ব্যাটার হিসেবে মোস্তাফিজুর রহমান আউট হন ২ রানে। আর তাসকিন আহমেদ অপরাজিত ১ রানে।

ওমানের সবচেয়ে সফল বোলার বিলাল খান। এই পেসার ৪ ‍ওভারে মাত্র ১৮ রানে নেন ৩ উইকেট। ফায়াজ বাটও পেয়েছেন ৩ উইকেট, তবে ৪ ওভারে তার খরচ ৩০। এছাড়া কলিমউল্লাহ ৪ ওভারে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি