X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুই সন্তানের মৃত্যুর খবর এখনও জানেন না মা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১১:৫৪আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:৫৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় আয়াত নামের এক বছর বয়সী শিশুর মৃত্যুর একদিন পর তার বোন আয়েশাও (২) মারা গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ১০টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ অক্টোবর) সকালে আয়েশার নানা জলিল শেখ বাংলা ট্রিবিউনকে জানান, রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আয়েশার চাচা পারভেজ মৃধা জানান, এর আগে রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ আয়েশার শরীর থেকে চিকিৎসার যন্ত্রপাতি খুলে দেওয়া হয়।

এদিকে দগ্ধ আয়াত ও আয়েশার মা খাদিজা আক্তার (২৮) এখনও চিকিৎসাধীন। তার কণ্ঠনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। ছেলেমেয়ের মৃত্যুর খবর এখনও কিছু জানেন না তিনি।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল হোসেন জানান, পূর্ব মুন্সিয়া গ্রামের কবরস্থানে গতকাল আয়াতের দাফন সম্পন্ন হয়েছে। আজ আয়েশাকে দাফন করা হচ্ছে। এর আগে বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়।

মারা গেছে দগ্ধ শিশু, হাসপাতালে কাতরাচ্ছে মা-বোন

সোমবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়ার মৃধা বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ আসেনি। প্রাথমিকভাবে এটা দুর্ঘটনা মনে হয়েছে। তারপরও খাদিজা সুস্থ হলে তার সঙ্গে কথা বলা হবে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, আমরা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন প্রায় নিয়ন্ত্রণে আনে। অ্যাম্বুলেন্সে দ্রুত দুই শিশুকে স্থানীয় হাসপাতালে নিই। এরপর কর্তব্যরত চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন। আর আয়েশাকে দ্রুত ঢাকায় নিতে বলেন। আলামত দেখে মনে হয়েছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী